বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল লেপার্ড। শুক্রবার খাঁচা বন্দি লেপার্ডটিকে উদ্ধার করল জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। জানা যায়, এদিন খাঁচা বন্দি লেপার্ডটি দেখতে পেয়ে স্থানীয়রা বন দফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা বন্দি লেপার্ডটি উদ্ধার করে নিয়ে যান। বন দফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার জানান, ডিমডিমা চা বাগান থেকে একটি স্ত্রী লেপার্ড উদ্ধার করা হয়েছে। . এর কোনও শাবক এলাকায় রয়েছে কি না, তার সন্ধান করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ভাবা যায় না… বৃদ্ধের গায়ের উপর দিয়ে চলে গেল লরি! সাংঘাতিক কাণ্ড… ধুন্ধুমার এলাকা
আরও পড়ুন: অশান্ত তিস্তাকে শান্ত করতে হয় এই পুজো… লাগে জোড়া ডিম! কেন জানেন?
লেপার্ডটির অত্যাচারে আতঙ্কিত থাকতেন গ্রামের বাসিন্দারা। ছোট শিশুদের দিকে অনেকদিন তেড়ে এসেছে লেপার্ডটি। অবশেষে এটি খাঁচা বন্দি হওয়ায় স্বস্তি চা বাগান এলাকায়।
অনন্যা দে