আরও পড়ুন: বাগানে থোকা থোকা গাঁদা, পিটুনিয়া, বড় বড় গাঁদা, নিজের পুকুরে ভর্তি মাছ. রাষ্ট্রপতি পুরস্
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দফতরের ওয়াইল্ড লাইফ স্কোয়াড।।মৃত চিতা বাঘের দেহের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃতুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের এই পদস্থ আধিকারিক।এই বিষয় নিয়ে পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন যে বেশ কিছুদিন আগে খুনিয়া রেঞ্জে পূর্ণবয়স্ক চিতা বাঘ মারা গিয়েছে!
advertisement
আরও পড়ুন: একেই বলে নিয়তি! চিকিৎসা করাতে হাসপাতালের গেটে পৌঁছেও যা ঘটল বৃদ্ধের সঙ্গে, শিউরে উঠবেন!
আজ আবার রামসাই তথা আমগুড়ি এলাকায় পূর্ণবয়স্ক চিতাকে দেহ উদ্ধার একের পর এক চিতা বাঘের দেহ উদ্ধার কি কারণ হচ্ছে না মানুষ মেরে ফেলছে চিতা বাঘর । মৃত সংখ্যা বেড়ে একপর এক কারণে বনদফতর সঠিক তদন্ত করার আবেদন জানালেন তিনি।
সুরজিৎ দে