জানা গিয়েছে, রবিবার রাতে লিস রিভার চা বাগানের মর্জিনা খাতুনের বাড়িতে হামলা চালায় একটি চিতাবাঘ। রাতের বেলায় গোয়াল ঘরে বাধা ছিল বড় বড় গরু, বাছুর এবং ছাগল। রাত প্রায় দু'টো নাগাদ চিতাবাঘ এসে প্রথমে ছাগলকে মেরে ফেলে এরপর একটি বাছুরকে মেরে খেতে থাকে। সেই সময় অন্যান্য গরুগুলো ডাকতে শুরু করলে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি বাড়ির লোক ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার শুরু করলেই পাশের চা'বাগানে পালিয়ে যায় চিতাবাঘটি। এরপর সারা রাত জেগেই কাটায় বাড়ির সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ আগামিকাল দোলে বাতিল শিয়ালদহ-হাওড়া শাখার বহু ট্রেন, দেখে নিন তালিকা
পরিবারের সদস্যদের অভিযোগ, আগেও ছাগল মেরে খেয়েছে চিতাবাঘ। তাদের ভয় এরপর কোনও মানুষ বা বাচ্চাদের ওপর হামলা না চালায় বিরাট আকারের এই চিতাবাঘটি। তাই বন দফতরের কাছে এলাকায় চিতাবাঘ ধরার খাঁচা পাতার দাবি জানিয়েছেন তারা।
সুরজিৎ দে