TRENDING:

Forest Survey: দেশের বৃহত্তম হিজল বন বাংলায়, সার্ভের পরই হবে সংরক্ষণ

Last Updated:

Forest Survey: সার্ভের মাধ্যমে সেখানে থাকা হিজল গাছগুলির বয়স সহ বিভিন্ন তথ্য'ও সংগ্রহ করা হবে। এই দুই সার্ভে করার পরই মালদহে অবস্থিত দেশের এই বৃহত্তম হিজল বন সংরক্ষণ করার পরিকল্পনা করা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শিঘ্রই হিজল বন নিয়ে সার্ভে করতে চলেছে বন বিভাগ। এই সার্ভেতে দেখা হবে হিজল গাছ ছাড়াও আরও কী ক উদ্ভিদ রয়েছে সেখানে। কী কী প্রাণী ওই জঙ্গলে বসবাস করে এই সমস্ত বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে এই সার্ভে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মালদহ বন বিভাগের পক্ষ থেকে বোটানিক্যাল ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন পাঠানো হয়েছে।
advertisement

এই সার্ভের মাধ্যমে সেখানে থাকা হিজল গাছগুলির বয়স সহ বিভিন্ন তথ্য’ও সংগ্রহ করা হবে। এই দুই সার্ভে করার পরই মালদহে অবস্থিত দেশের এই বৃহত্তম হিজল বন সংরক্ষণ করার পরিকল্পনা করা হবে। মালদহ জেলা বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, এই বছরেই হিজল বন নিয়ে সার্ভে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সার্ভে করার পর কীভাবে সংরক্ষণ করা হবে সেই সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা করা হবে।

advertisement

আর‌ও পড়ুন: ছুটির আনন্দ বদলে গেল বিষাদে, বাড়িতে এসে দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের

মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না। সে সময়ই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতিবছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিজল ফরেষ্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার। কিন্তু এতদিন কোন‌ও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবার দেশের বৃহত্তম এই হিজল বন সংরক্ষণ করতে পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

advertisement

View More

সংরক্ষণের পাশাপাশি আগামীতে কীভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় সেই বিষয়েও পরিকল্পনা গ্রহণ করবে বন বিভাগ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই হিজল ফরেস্ট প্রায় ২৫০ হেক্টর জমির উপর অবস্থিত। রক্ষণাবেক্ষণের অভাবে হিজল গাছ কেটে নিচ্ছে চোরাচালানকারীরা। বন দফতরের পক্ষ থেকে তাই টহলদারির ব্যবস্থা করা হচ্ছে। নিয়মিত এখানে বন কর্মীরা পাহাড়া দিচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Forest Survey: দেশের বৃহত্তম হিজল বন বাংলায়, সার্ভের পরই হবে সংরক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল