আজ কোচবিহারে প্রচার সভা থেকে বিজেপিকে তুমুল তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো। এমনকি রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপির আরও এক ধাপ এগিয়ে বড় ঘোষণা নিয়েও এদিন তুমুল আক্রমণ শানান মমতা। বলেন, “বিজেপি বলে বেড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ করে দেব। বিজেপি মিথ্যা কথা বলছে। তোমরা তো বলেছিলে উজ্জ্বলা দেবে? আগে উজ্জ্বলা ফিরিয়ে দাও। শুধু মিথ্যা কথা বলা তোমাদের কাজ।”
advertisement
বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সুর চড়ান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা টাকা আদায় করে ছাড়ব। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে রেখেছে। আমরা আগামী দিনে বাংলার বাড়ির টাকা না দিলে বিজেপিকে পরাজিত করে আমরা বাংলার বাড়ির টাকা নিয়ে আসব। ২ বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। যা কোনদিনও হয়নি এর আগে।
ওরা আমেরিকাকে সন্তস্ট করছে। উনি দেশের নেতা হবেন।কখনো রাশিয়া যাচ্ছেন।প্লেন কিনছেন।অথচ আমার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছেন না। সিএম-এতদিন পঞ্চায়েত নিয়ে গুরত্ব দেওয়া হয়নি। এবার আমাদের যুবরা মতামত নিয়েছে। ৯৯ শতাংশ প্রার্থী ঠিক হয়েছে।এবার থেকে আমরা পঞ্চায়েত নিয়ন্ত্রণ করব। ১ শতাংশ চুরি ও করবে এবার প্রার্থীও চায়। কেউ যদি টাকা চায় আমাকে ছবিটা পাঠিয়ে দেবেন তারপর আমি দেখে নেব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।”