Debjani Mukherjee: 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ...?' প্রশ্ন ছুটে আসতেই মুখ খুললেন দেবযানী! যা বললেন, সবাই হতবাক

Last Updated:

Debjani Mukherjee:

সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়
সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়
কলকাতা: ১০ বছর পর ছ’ঘণ্টার জন্য বাড়ি ফিরলেন সারদা কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। এদিন দুপুর ১২ টা নাগাদ ঢাকুরিয়ায় বাড়িতে পৌঁছয় দেবযানীর প্রিজন ভ্যানটি। বাড়িতেও ছিল পুলিশি প্রহরা। তারই মধ্যে মাত্র ৬ ঘণ্টার জন্য অসুস্থ মায়ের পাশে মেয়ে। এই মুহূর্তে দমদমের সংশোধনাগারের এক আবাসিক ২০১৩-র গোটা রাজ্য তথা ভিনরাজ্যে কাঁপিয়ে দেওয়া সারদা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ও বিতর্কিত সংস্থা সারদা গ্রূপের কর্ণধার সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ ও সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়।
১০ বছর পর ছ’ঘণ্টার জন্য বাড়িতে আসার অনুমতি পান দেবযানী মুখোপাধ্যায়। অসুস্থ মাকে দেখতে প্যারোলে বাড়িতে যান তিনি। আজ থেকে বছর দশেক আগে ২০১৩ সালে সারদা মামলায় সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার করা হয় তাঁকে।
advertisement
গুরুতর অসুস্থ মা শর্বরী মুখোপাধ্যায়। কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই পরিস্থিতিতে ঢাকুরিয়ার বাড়িতে কিছুক্ষণের জন্য মায়ের কাছে যেতে চেয়েছিলেন দেবযানী। সেই মতো সাড়া দিয়েছে আদালত। এতদিন পরে মায়ের পাশে বসলেন দেবযানী। সেই পুরানো বাড়ি, ঘর, বিছানা, খাট সবই আছে আগের মতো। তবে আগোছালো। শুধু এই বাড়ির মেয়েই এত বছর ধরে জেলে।
advertisement
সারদা কেলেঙ্কারির মতো ভয়াবহ কাণ্ডে অভিযুক্ত। এত বছর পরে মায়ের কাছে বসে ঠিক কী কথা হল মায়ের সঙ্গে? কেমন আছেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ খুললেন দেবযানী। উঠল শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়ের নামও। কী বললেন সেই প্রশ্নের উত্তরে দেবযানী?
advertisement
সাংবাদিক: মা কেমন আছেন এখন?
দেবযানী: মোটামুটি। ভালো নেই।
সাংবাদিক: কী হয়েছে মায়ের?
দেবযানী : হার্টে স্টেইন বসেছে। একটা জটিল বাজে রোগে ভুগছেন।
কথা বললেন মায়ের সঙ্গে?
advertisement
দেবযানী: হ্যাঁ
কী বললেন মাকে? ভালো থাকার জন্য় বললেন?
দেবযানী: এটা ছাড়া আমার আর কী বলার আছে।
কীভাবে দিন কাটছে আপনার? কিছু বলেননি দেবযানী। নীরব ছিলেন।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কী কোনও অভিযোগ আছে?
দেবযানী : আমার মা অসুস্থ। আমি এসেছি। আজকের দিনটা আমায় ছেড়ে দিন।
advertisement
আপনাকে কি কারোর নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে?
দেবযানী বলেন, মা অসুস্থ, দেখতে এসেছি। এই ধরনের প্রশ্ন করে বিব্রত করবেন না।
এরপর দ্রুত হেঁটে প্রিজন ভ্য়ানে উঠে পড়েন তিনি। ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল দেবযানীকে। গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনও। তারপর থেকেই টানা জেলবাস। রবিবার দেবযানী যখন বাড়ি থেকে বের হন তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। চারপাশে প্রতিবেশীরাও ভিড় জমিয়েছিলেন। তবে এতসব কিছুর পরেও সারদাকাণ্ডে বঞ্চিতদের দাবি, আর কবে এই প্রতারণার শাস্তি মিলবে?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Debjani Mukherjee: 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ...?' প্রশ্ন ছুটে আসতেই মুখ খুললেন দেবযানী! যা বললেন, সবাই হতবাক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement