TRENDING:

Lakshmir Bhandar News: পেনশন আকারে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার! বিরাট ঘোষণা মমতার, ব্যাপক খুশি মহিলারা

Last Updated:

Lakshmir Bhandar News: সরকারি একটি সূত্র মতে, শেষ দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে নতুন করে ৯.৫ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানারহাট: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই মুখে হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। নতুন নিয়ম অনুসারে, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যাতে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য Lakshmir Bhandar আবেদন করা যায় তারই ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। এরই মধ্যে সোমবার বানারহাট থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, লক্ষ্মীর ভাণ্ডার ক্যানসেল হবে না। সারাজীবন পেয়ে যাবেন পেনশন আকারে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
advertisement

সরকারি একটি সূত্র মতে, শেষ দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে নতুন করে ৯.৫ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই ২ কোটির গণ্ডি পেরিয়ে যেতে চলেছে। যা নিঃসন্দেহে একটি মাইলস্টোন। তবে রাজ্য সরকারের নতুন নিয়মের ফলে এবার সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।

advertisement

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি

শুধু তাই নয়, রবিবার আলিপুরদুয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ”একটা বাড়িতে ৫টা বউ থাকলে ৫ জনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা মনে রাখবেন। ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। বাংলার বাড়ির টাকাও দিচ্ছে না। এটা ওদের টাকা নয়। সব ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে। আমাদের শেয়ারের টাকা দিচ্ছে না।”

advertisement

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে এল সাইবেরিয়ার বাঘ, কোথায় দেখা মিলবে জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lakshmir Bhandar News: পেনশন আকারে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার! বিরাট ঘোষণা মমতার, ব্যাপক খুশি মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল