North 24 Parganas News: কলকাতা বিমানবন্দরে এল সাইবেরিয়ার বাঘ, কোথায় দেখা মিলবে জানুন
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
North 24 Parganas News: রাতে এমিরেটস-এর বিমানে কলকাতা আনা হয় ওই একজোড়া সাইবেরিয়ান বাঘ।
উত্তর ২৪ পরগনা: সুদূর সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল একজোড়া সাইবেরিয়ান বাঘ। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যানিমেল অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাতে। এদিন রাতে এমিরেটস-এর বিমানে কলকাতা আনা হয় ওই একজোড়া সাইবেরিয়ান বাঘ।
এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা যায়, মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখান। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে।
advertisement
advertisement
বাঘ দুটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে হাজির ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার এই বিশেষ অ্যাম্বুলেন্স। সেই এম্বুলেন্সে করেই বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশেরওনা দেয় বনদফতরের আধিকারিকেরা।
ফলে, এবার দার্জিলিং ভ্রমণের পাশাপাশি ওখানকার চিড়িয়াখানাতেই দেখা মিলবে সাইবেরিয়ান প্রজাতির এই বাঘ দুটির।
advertisement
— Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কলকাতা বিমানবন্দরে এল সাইবেরিয়ার বাঘ, কোথায় দেখা মিলবে জানুন









