মুখ্যমন্ত্রী জানালেন,‘‘ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। ৬০ বছর বয়স হয়ে গেলে অল্ডেজ পেনশন হিসাবে পেয়ে যাবেন।’’ মুখ্যমন্ত্রীর কাছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির মাধ্যমে অনেক ফোন এসেছে।
আরও পড়ুন: ‘বৈঠক সদর্থক, নিয়োগ দেওয়া হবে ৫,৫৭৮ জনের,’ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি চাকরিপ্রার্থীদের
শিলিগুড়ির সভায় মমতা বন্দোপাধ্যায় বলেন,‘‘ সরাসরি মুখ্য মন্ত্রী তে আমার কাছে অনেক ফোন এসেছে। ৯ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসেছেন। ১২ লক্ষ ইউডো পেনশন এর কেস এসেছেন।’’
advertisement
লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যাতে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য Lakshmir Bhandar আবেদন করা যায় তারই ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। গত সোমবার বানারহাট থেকেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডার ক্যানসেল হবে না। সারাজীবন পেয়ে যাবেন পেনশন আকারে।