TRENDING:

Kunal Ghosh | Suvendu Adhikari: 'শুভেন্দু পালিয়ে এসে অমিত শাহের শরণাপন্ন হয়েছে', বেনজির আক্রমণ কুণালের

Last Updated:

Kunal Ghosh | Suvendu Adhikari: কুণাল ঘোষের কটাক্ষ, ''শুভেন্দু আজ কাঁথির যে মাঠে সভা করবেন, মাঠটিকে যেভাবে ঘেড়া হয়েছে তাতে সাড়ে পাঁচ থেকে ছয় হাজারের বেশি মানুষ হবেন না। কাঁথিতে অভিষেকের সভা আর জনসমুদ্র তৃণমূলের দেখানো হয়ে গিয়েছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মালদহের চা চক্র থেকে শুভেন্দু অধিকারীকে প্রবল আক্রমণ শানালেন কুণাল ঘোষ। আসানসোলের কম্বল বিতরণে মৃত্যু নিয়ে দুষলেন শুভেন্দুকে। কুণাল ঘোষ বলেন, ''শুভেন্দু অমিত শাহকে ওঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তার যে পুস্তিকা দিয়েছে তাতে প্রথম মামলা হিসেবে সিবিআই-এর এফআইআর থাকা উচিত। যা শুভেন্দুর বিরুদ্ধে নারদের ঘটনায় চোর, তোলাবাজ হিসেবে সিবিআই করেছে। সেই মামলার কথা অমিত শাহকে দেওয়া পুস্তিকায় শুভেন্দু উল্লেখ করেছেন, নাকি এসবের থেকে বাঁচতে গিয়েছেন?''
শুভেন্দুকে আক্রমণ কুণালের
শুভেন্দুকে আক্রমণ কুণালের
advertisement

কুণালের কটাক্ষ, ''শুভেন্দু আজ কাঁথির যে মাঠে সভা করবেন, মাঠটিকে যেভাবে ঘেড়া হয়েছে তাতে সাড়ে পাঁচ থেকে ছয় হাজারের বেশি মানুষ হবেন না। কাঁথিতে অভিষেকের সভা আর জনসমুদ্র তৃণমূলের দেখানো হয়ে গিয়েছে। ওঁরা রাস্তায় গন্ডগোল করে, নাটক করে, আমাদের ঘাড়ে দোষ দিত, কুৎসা করত, নাটক করত, আমরা প্ররোচনায় পা দিতে চাই না। তাই, স্থগিত রাখা হয়েছে তৃণমূলের কর্মসূচি।'' কুণাল বলেন, ''অভিষেক ফোবিয়াতে ভুগছেন শুভেন্দু। কাঁথির কলেজ মাঠে যে লোক ছিল তার ৪-৫ গুণ লোক বাইরে ছিল। এতে শুভেন্দু ভয় পেয়েছেন। শুভেন্দু শয়নে স্বপনে জাগরণে শুধুই অভিষেক। অভিষেক যাহা পে খারা হোতা হ্যায়, ওহিসে শুভেন্দু কা লাইন গিন্তি শুরু হোতা হ্যায়। তৃণমূলের জনজোয়ার, লোকবল দেখানোর আর কিছু নেই। দুদিন বাদে কর্মসূচি হবে।''

advertisement

আরও পড়ুন: চিন ইস্য়ুতে সংসদে কংগ্রেসের নেই তৃণমূল, ফের বাড়ছে দূরত্ব? জল্পনা রাজধানীতে

আসানসোলের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ''আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে শুভেন্দুর উপস্থিতিতে তিনজন মারা গিয়েছেন। শুভেন্দু ঘটনাস্থলেই ছিল। গাড়ি ঘুরিয়ে চলে এলেও উদ্ধারে যাননি। সেখানে উদ্ধার কার্য করেছেন তৃণমূলের নেতা নেত্রী ও সাধারণ মানুষ।'' কুণালের সংযোজন, ''এরপরও শুভেন্দু কত বড় অমানবিক যে কলকাতায় এসে অমিত শাহের জুতো পালিশ করেছে, দিল্লি গেলেন, আজ কাঁথি যাচ্ছেন। অথচ একবারও আসানসোলে নিহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল না?'' শুভেন্দু সস্তা রাজনীতি করে বেড়াচ্ছেন বলে অভিযোগ কুণাল ঘোষের। আসানসোলের মানুষের কাছে গিয়ে ক্ষমা না চেয়ে বাইরে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু, অভিযোগ কুণালের।

advertisement

আরও পড়ুন: ২০০ পেরিয়ে ফের চড়ছে মুরগির মাংসের দাম! আশঙ্কার কথা শোনালেন ব্য়বসায়ীরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে, অনুব্রত মণ্ডলের পুলিশ হেফাজত সম্পর্কে কুণাল বলেন, ''এটা আইনের বিষয়। বাংলার কোনও নেতাকে বাংলার কোনও বিষয়ে যদি দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ আইনসিদ্ধ হয়, তাহলে অন্য কোনও মামলার বিষয়ে আদালতের নির্দেশের বিষয়ে দল কোনও কথা বলবে না।''

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kunal Ghosh | Suvendu Adhikari: 'শুভেন্দু পালিয়ে এসে অমিত শাহের শরণাপন্ন হয়েছে', বেনজির আক্রমণ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল