কুণালের কটাক্ষ, ''শুভেন্দু আজ কাঁথির যে মাঠে সভা করবেন, মাঠটিকে যেভাবে ঘেড়া হয়েছে তাতে সাড়ে পাঁচ থেকে ছয় হাজারের বেশি মানুষ হবেন না। কাঁথিতে অভিষেকের সভা আর জনসমুদ্র তৃণমূলের দেখানো হয়ে গিয়েছে। ওঁরা রাস্তায় গন্ডগোল করে, নাটক করে, আমাদের ঘাড়ে দোষ দিত, কুৎসা করত, নাটক করত, আমরা প্ররোচনায় পা দিতে চাই না। তাই, স্থগিত রাখা হয়েছে তৃণমূলের কর্মসূচি।'' কুণাল বলেন, ''অভিষেক ফোবিয়াতে ভুগছেন শুভেন্দু। কাঁথির কলেজ মাঠে যে লোক ছিল তার ৪-৫ গুণ লোক বাইরে ছিল। এতে শুভেন্দু ভয় পেয়েছেন। শুভেন্দু শয়নে স্বপনে জাগরণে শুধুই অভিষেক। অভিষেক যাহা পে খারা হোতা হ্যায়, ওহিসে শুভেন্দু কা লাইন গিন্তি শুরু হোতা হ্যায়। তৃণমূলের জনজোয়ার, লোকবল দেখানোর আর কিছু নেই। দুদিন বাদে কর্মসূচি হবে।''
advertisement
আরও পড়ুন: চিন ইস্য়ুতে সংসদে কংগ্রেসের নেই তৃণমূল, ফের বাড়ছে দূরত্ব? জল্পনা রাজধানীতে
আসানসোলের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ''আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে শুভেন্দুর উপস্থিতিতে তিনজন মারা গিয়েছেন। শুভেন্দু ঘটনাস্থলেই ছিল। গাড়ি ঘুরিয়ে চলে এলেও উদ্ধারে যাননি। সেখানে উদ্ধার কার্য করেছেন তৃণমূলের নেতা নেত্রী ও সাধারণ মানুষ।'' কুণালের সংযোজন, ''এরপরও শুভেন্দু কত বড় অমানবিক যে কলকাতায় এসে অমিত শাহের জুতো পালিশ করেছে, দিল্লি গেলেন, আজ কাঁথি যাচ্ছেন। অথচ একবারও আসানসোলে নিহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল না?'' শুভেন্দু সস্তা রাজনীতি করে বেড়াচ্ছেন বলে অভিযোগ কুণাল ঘোষের। আসানসোলের মানুষের কাছে গিয়ে ক্ষমা না চেয়ে বাইরে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু, অভিযোগ কুণালের।
আরও পড়ুন: ২০০ পেরিয়ে ফের চড়ছে মুরগির মাংসের দাম! আশঙ্কার কথা শোনালেন ব্য়বসায়ীরা
এদিকে, অনুব্রত মণ্ডলের পুলিশ হেফাজত সম্পর্কে কুণাল বলেন, ''এটা আইনের বিষয়। বাংলার কোনও নেতাকে বাংলার কোনও বিষয়ে যদি দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ আইনসিদ্ধ হয়, তাহলে অন্য কোনও মামলার বিষয়ে আদালতের নির্দেশের বিষয়ে দল কোনও কথা বলবে না।''