মূলত ফসলি মরশুমে সরকারি ন্যায্য মূল্যের সারের কালোবাজারি দেখা দেয়। বাজারে অভাব দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে দাম নেওয়া হয়ে থাকে সারের। যার ফলে সমস্যায় পড়তে হয় পরিশ্রমী কৃষকদের। তাই জেলার কৃষকদের সচেতন করতে কেন্দ্রের কৃষক ভারতী সমবায় লিমিটেড সংস্থার উদ্যোগে মালদহ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ
কেন্দ্রীয় কৃষক ভারতী সমবায় লিমিটেড সংস্থার রাজ্য পরিচালক ঋষি পাল রাথর জানান, ‘সারা দেশ জুড়ে কৃষকদের স্বার্থে কালোবাজারি রুখতে এবং সচেতন করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলাতেও ন্যায্য মূল্যের সার কেনার ক্ষেত্রে কৃষকদের সচেতন করা হল। যাতে পস অর্থাৎ পয়েন্ট অব সেল মেশিনের মাধ্যমে সরকারের ভর্তুকি-সহ মূল্য বেরিয়ে আসা রসিদ দেখে কৃষকরা কেনাকাটা করেন। যদি কোন সারের ব্যবসায়ী কালোবাজারি করেন। তাহলে কৃষকরা লিখিত অভিযোগের মাধ্যমে কৃষি দফতর, ব্লক প্রশাসন, জেলাশাসক ইত্যাদি জায়গায় অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমান হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয় এদিন জেলার বিভিন্ন বাজারে সার এবং কৃষি কার্যে ব্যবহৃত সামগ্রীর দোকানে সচেতনামূলক অভিযান চালায় কেন্দ্রীয় কৃষি সংস্থার আধিকারিকরা। পাশাপাশি প্রশিক্ষণের পর বিশেষ শংসাপত্র তুলে দেওয়া হয় কৃষকদের হাতে।