TRENDING:

Agriculture News: 'এভাবে' দমন হবে সারের কালোবাজারি! আয় বাড়বে কৃষকদের, কেন্দ্রীয় কৃষি সংস্থার মোক্ষম টোটকা

Last Updated:

Agriculture News: কৃষি ক্ষেত্রে কৃষকদের বেশি মুনাফা লাভের জন্য কোন সময়ে কী চাষ করা উপযোগী। কীভাবে পরিচর্যা করলে ফলন বেশি হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে কেন্দ্রীয় কৃষক ভারতী সমবায় লিমিটেডের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: সারের কালোবাজারি রুখতে এবারে কৃষকদের সতর্ক করল কেন্দ্রীয় কৃষি সংস্থার আধিকারিকেরা। সরকার দ্বারা নির্ধারিত ন্যায্য মূল্যে সার কেনার ক্ষেত্রে সচেতন করা হল মালদহ জেলার কৃষকদের। পাশাপাশি কৃষি ক্ষেত্রে কৃষকদের বেশি মুনাফা লাভের জন্য কোন সময়ে কী চাষ করা উপযোগী। কীভাবে পরিচর্যা করলে ফলন বেশি হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের।
advertisement

মূলত ফসলি মরশুমে সরকারি ন্যায্য মূল্যের সারের কালোবাজারি দেখা দেয়। বাজারে অভাব দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে দাম নেওয়া হয়ে থাকে সারের। যার ফলে সমস্যায় পড়তে হয় পরিশ্রমী কৃষকদের। তাই জেলার কৃষকদের সচেতন করতে কেন্দ্রের কৃষক ভারতী সমবায় লিমিটেড সংস্থার উদ্যোগে মালদহ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের।

advertisement

আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ

কেন্দ্রীয় কৃষক ভারতী সমবায় লিমিটেড সংস্থার রাজ্য পরিচালক ঋষি পাল রাথর জানান, ‘সারা দেশ জুড়ে কৃষকদের স্বার্থে কালোবাজারি রুখতে এবং সচেতন করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলাতেও ন্যায্য মূল্যের সার কেনার ক্ষেত্রে কৃষকদের সচেতন করা হল। যাতে পস অর্থাৎ পয়েন্ট অব সেল মেশিনের মাধ্যমে সরকারের ভর্তুকি-সহ মূল্য বেরিয়ে আসা রসিদ দেখে কৃষকরা কেনাকাটা করেন। যদি কোন‌ সারের ব্যবসায়ী কালোবাজারি করেন। তাহলে কৃষকরা লিখিত অভিযোগের মাধ্যমে কৃষি দফতর, ব্লক প্রশাসন, জেলাশাসক ইত্যাদি জায়গায় অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমান হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে’।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে কাঁসর-ঘণ্টা আওয়াজ!
আরও দেখুন

শুধু তাই নয় এদিন জেলার বিভিন্ন বাজারে সার এবং কৃষি কার্যে ব্যবহৃত সামগ্রীর দোকানে সচেতনামূলক অভিযান চালায় কেন্দ্রীয় কৃষি সংস্থার আধিকারিকরা। পাশাপাশি প্রশিক্ষণের পর বিশেষ শংসাপত্র তুলে দেওয়া হয় কৃষকদের হাতে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: 'এভাবে' দমন হবে সারের কালোবাজারি! আয় বাড়বে কৃষকদের, কেন্দ্রীয় কৃষি সংস্থার মোক্ষম টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল