TRENDING:

'আমার কাজের ধরন একটু আলাদা,' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে একথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: 'গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার।' এদিন এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে এদিন তিনি বলেন, 'আমার কাজের ধরন একটু আলাদা।' শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে একথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেও এক বঞ্চিত চাকরিপ্রার্থী বিচারপতি এসেছেন শুনে দেখা করেন তাঁর সঙ্গে।
advertisement

এদিন তিনি আরও বলেন, "আমার কাজের ধরন একটু আলাদা। গরিব মানুষেরা যাতে সঠিক বিচার পান, তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। অনেক গরিব মানুষ হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারেন না। তাঁদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।"

অন্যদিকে, শহরে কলকাতা হাইকোর্টের বিচারপতি এসেছেন এমন হোর্ডিং দেখেই বিচারপতির দ্বারস্থ এক বঞ্চিত চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করলেন এবং কথাও বললেন। ২০১২ সালে শিলিগুড়ির গয়াগঙ্গা চা বাগানের সেন্ট পিটার হাই স্কুলে হিন্দি শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে নাম ছিল ওই চাকরিপ্রার্থীর।

advertisement

আরও পড়ুন, নজির বাংলার! সারাদেশের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

অভিযোগ, তাঁকে বাইরে রেখে দ্বিতীয় স্থানাধীকারীকে নিয়োগপত্র দেয় স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্টে মামলাও করেছেন। শনিবার বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন,  'সবার সঙ্গে সুসম্পর্ক, ব্য়তিক্রম একজন!' সুদীপের সঙ্গে সংঘাত মেটেনি, বোঝালেন তাপস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গা ছমছমে ঘন জঙ্গলে মূর্তি ছাড়া মায়ের আরাধনা! শতাব্দী প্রাচীন বনকালীর পুজোর ইতিহাস জানুন
আরও দেখুন

অভিযোগ শোনার পর বিচারপতির পরামর্শ দেন যেহেতু উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিষয় তাই তাঁর কিছু করার নেই। আইনজীবীর মাধ্যমে বিচারপতি বসুর সঙ্গে যোগযোগ করার পরামর্শ দেন তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'আমার কাজের ধরন একটু আলাদা,' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল