TRENDING:

Kojagori Lakshmi Puja 2023: বেগুন থেকে ঝিঙে! আপেল থেকে কলা! লক্ষ্মী পুজোর বাজারে সব কিছুর আগুন দাম! জানুন

Last Updated:

Kojagori Lakshmi Puja 2023: বাজারে সব কিছুর আগুন দাম! লক্ষ্মী পুজোয় চড়া দাম সব জিনিসের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : সবে মাত্র দুর্গাপুজো শেষ হয়েছে। তার রেশ রয়েছে এখনও। এরমধ্যেই লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজো হওয়ায় বাজারে তিলধারণের জায়গা নেই। বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত প্রতিটা বাড়িতেই পালিত হয়ে থাকে। তার আগে অগ্নিমূল্য বাজার।বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। মাছ মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুর দাম যেন আকাশছোঁয়া।জিনিসপত্রে হাত দিলেই রীতিমতো ঢোক গিলতে হচ্ছে আমজনতার।
advertisement

আম জনতাদের কাছে এই দিনটা মা লক্ষ্মী দেবীর আরাধনায় ব্যস্ত থাকেন বাংলার প্রতিটি মহিলারা।বিগত বছরের তুলনায় চলতি বছরে ফল থেকে সবজি কিংবা মাছ কিনতে গেলেই সাধারণ মধ্যবিত্তদের ছ্যাকা লাগছে উল্লেখ্য, বালুরঘাট শহর সাংস্কৃতিক শহর হিসেবে চিহ্নিত। আর এই সাংস্কৃতিক শহরে ষষ্ঠী পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো সবকিছুতেই রয়েছে একটু ভিন্ন ধরনের ছোঁয়া। অত্যাধুনিক যুগে এখনও পর্যন্ত বালুরঘাট শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে লক্ষ্মীপুজোকে সামনে রেখে বাড়ির মহিলাদের একত্রিত হয়ে দল বেঁধে পুজো করতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন: দশমীর সব রেকর্ড ভেঙে দিল ঝাড়গ্রাম! কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? চমকে যাবেন

অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। বালুরঘাট শহরের বাজার ও তহবাজারের পুজোর বাজার করতে ভিড় আগের বছরের তুললায় অনেকটাই কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। লক্ষ্মী পুজোর বাজার করতে সবজি, ফলফুল ও সাজ সরঞ্জাম কিনতে হাত পুড়ছে বাঙালির। দাম বেড়েছে শশা, আতপ চাল সহ বহু জিনিসের। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা।

advertisement

View More

আপেল ১৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা কেজি, তরমুজ ৫০ টাকা কেজি, লিচু এখন পাওয়া যায় না। আঙুর ২৫০ টাকা কেজি, নাশপাতি ১৫০ টাকা কেজি, কমলা ২০ টাকা পিস, ছোট ডাব ৪০ থেকে ৫০ টাকা পিস।তবে বাজারে জিনিসের দাম আকাশছোঁয়া হলে পরেও লক্ষ্মী পুজোর সারা দিন কী রান্না হবে, কী বাজার হবে, কী কী সাজিয়ে মায়ের ভোগ নিবেদন করা হবে এইসব কিছু চিন্তা ভাবনা করতেই ব্যস্ত হয়ে পড়ে বাঙালি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kojagori Lakshmi Puja 2023: বেগুন থেকে ঝিঙে! আপেল থেকে কলা! লক্ষ্মী পুজোর বাজারে সব কিছুর আগুন দাম! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল