Jhargram News-Alcohol: দশমীর সব রেকর্ড ভেঙে দিল ঝাড়গ্রাম! কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Jhargram News-Alcohol-Alcohol: পুজোর পাঁচ দিনে রেকর্ড মদ বিক্রি ঝাড়গ্রামে! জানলে চমকে উঠবেন
ঝাড়গ্রাম: ছোট জেলা ঝাড়গ্রামে এবার মদ বিক্রিতে রেকর্ড। পুজোর মরশুমে প্রায় চার কোটিরও বেশি টাকার মদ বিক্রি হল ঝাড়গ্রাম জেলা জুড়ে। এমনই জেলা আবগারি দফতর সূত্রে খবর। গতবছরের থেকে প্রায় এক কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে ঝাড়গ্রামে। তবে দশমীতে সেই বিক্রির পরিমাণ সবথেকে বেশি।
প্রসঙ্গত সুরাপ্রেমীদের কাছে যেকোনও একটি অনুষ্ঠান হলেই তো আর কথা নেই। জেলায় জেলায় রেকর্ড গড়েছে আবগারি দফতর। ঝাড়গ্রামে ৪ কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে পুজোর পাঁচ দিনে। সরকারিভাবে এমনই রিপোর্ট। আবগারি দফতর সূত্রে খবর, গত বছর প্রায় তিন কোটি টাকার মতো মদ বিক্রি হয়েছিল দুর্গাপুজোর পাঁচ দিনে। তবে এবারে সেই মাত্রা ছাড়িয়ে প্রায় এক কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়। অন্যান্য দিনের পাশাপাশি দশমীতে সবথেকে বেশি বিক্রি হয়েছে জেলা জুড়ে। দশমীতে প্রায় ৯৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
advertisement
advertisement
জেলার এক আবগারি আধিকারিক বলেন, গত বছরের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুর রেকর্ড গড়েছিল। এবার ছোট্ট জেলা ঝাড়গ্রামে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গতবছরের তুলনায় এক কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়। এ’বছর আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, পুজোর দিনগুলিতে খোলা থাকবে মদের দোকান। পুজোর দিনগুলিতে মদ থেকে ভাল রাজস্ব রাজ্যের ভাঁড়ারে ঢুকবে তা আগেই অনুমান করা ছিল। জেলায় জেলায় মদ বিক্রির পরিমাণ তাতেই শিলমোহর দিল।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News-Alcohol: দশমীর সব রেকর্ড ভেঙে দিল ঝাড়গ্রাম! কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? চমকে যাবেন