TRENDING:

Kojagari Lakshmi Puja 2024: খড়িমাটি বা চালের পিটুলি অতীত, ডিজিটাল আলপনার রাজত্ব এখন কোজাগরীতে, দামও একেবারে জলের দরে

Last Updated:

Kojagari Lakshmi Puja 2024: নয়া প্রজন্মের ব্যস্ততম জীবনে ঘরে আলপনা দেওয়ার সময়ের বড্ড অভাব! সে কারণেই বাজারে এখন দখল নিয়েছে বিভিন্ন রকমারি ডিজিটাল আলপনা। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে রকমারি আলপনার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কোজাগরী লক্ষ্মীপুজোয় বাজার দখল ডিজিটাল আলপনার! রাত পোহালেই ঘটবে লক্ষীর আগমন।বাড়ির উঠোন থেকে ঘরের মধ্যে সাজানোর প্রস্তুতি চলছে জোরকদমে। আজ থেকেই জলপাইগুড়িতে লক্ষ্মীপুজোর বাজারে জমজমাট ভিড় সাধারণ মানুষের। অগ্নিমূল্য বাজারেও জলপাইগুড়ির বাজারে মাত্র পাঁচ টাকাতেই মিলছে লক্ষ্মীর পায়ের ছাপ।
advertisement

লক্ষ্মীপুজো মানেই আলপনা। কিন্তু, ঐতিহ্যবাহী সেই খড়িমাটি বা চালের পিটুলি দিয়ে হাতে আঁকা আলপনা এখন শহরের বাড়িতে খুব একটা চোখে পড়ে না । নয়া প্রজন্মের ব্যস্ততম জীবনে ঘরে আলপনা দেওয়ার সময়ের বড্ড অভাব! সে কারণেই বাজারে এখন দখল নিয়েছে বিভিন্ন রকমারি ডিজিটাল আলপনা। দেদার বিকোচ্ছে সেগুলি। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে রকমারি আলপনার। একেই সহজলভ্য অন্যদিকে, ধৈর্য সহকারে হাতে আলপনা আঁকার ঝুট ঝামেলাও নেই। মা লক্ষ্মীর পায়ের ছাপ থেকে শুরু করে বাজারে মেলে নানা রকমের নকশা। সেই ডিজিটাল আলপনা কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা।

advertisement

আরও পড়ুন-    এই বাঙালি নায়িকার সঙ্গে হোটেলের ঘরে রাত কাটান সুপারস্টার! হাতেনাতে ধরা পড়তেই যা করেন অভিনেতার স্ত্রী… কেঁপে ওঠে গোটা ইন্ডাস্ট্রি

একদিকে যেমন খড়িমাটি দিয়ে ঐতিহ্যবাহী আলপনা আঁকার প্রচলন খানিক কম হলেও আছে, অন্যদিকে ডিজিটাল আলপনা দখল করে নিচ্ছে বাজার। সহজলভ্যতা এবং কম দামের কারণে ডিজিটাল আলপনা মানুষকে বেশি আকর্ষণ করছে।

advertisement

View More

আরও পড়ুন-    অভাগা অভিনেত্রী…! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?

একজন ক্রেতা বলেন, “আগে খড়িমাটি দিয়ে আঁকা ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু এখন ডিজিটাল আলপনা এত সহজলভ্য যে কেউই এটা কিনতে পারে।” বিক্রেতাদের কথায়, “ডিজিটাল আলপনার চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এগুলো বেশি পছন্দ করে।” ভবিষ্যতে ঐতিহ্যবাহী আলপনার বাজার ডিজিটাল আলপনা দখল করবে তা বর্তমান পরিস্থিতিতেই স্পষ্ট। এভাবেই খড়িমাটি এবং ডিজিটাল আলপনায় এখনও টিকে রয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আলপনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kojagari Lakshmi Puja 2024: খড়িমাটি বা চালের পিটুলি অতীত, ডিজিটাল আলপনার রাজত্ব এখন কোজাগরীতে, দামও একেবারে জলের দরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল