আরও পড়ুন: বিদ্যুৎ সংযোগ নেই, উদ্বোধনের পরেও ফাঁকা পড়ে ফালাকাটা মার্কেট কমপ্লেক্স
অনেক জায়গাতেই জমিতে জল জমে ছত্রাকের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই সঠিক সময়ে আলুর চারা গাছ বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহের কৃষকদের এই চিন্তা দূর করতে এগিয়ে এলেন কৃষিকর্তারা। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তের আলু চাষের খোঁজখবর নিয়েছেন জেলা কৃষি আধিকারিক। মালদহে জেলায় দুই দিনের গড়ে প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুব বেশি বৃষ্টিপাত হয়নি। এর ফলে আলু চাষে বিশাল ক্ষতির আশঙ্কা কম। তবে যে সমস্ত জমিতে জল জমে রয়েছে সেখানে আলু বীজে পচন ধরতে পারে। তাই দ্রুত জমির জল বাইরের নিকাশ করার পরামর্শ দিচ্ছেন কৃষিকর্তারা। পাশাপাশি যে সমস্ত জমিতে বৃষ্টির ফলে ছত্রাক আক্রমণ শুরু হয়েছে দ্রুত সেই সব জমিতে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন জেলা কৃষি আধিকারিক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বৃষ্টির পর আকাশ ঝলমলে রয়েছে। তবে সকালের দিকে কুয়াশা থাকছে। এতে ছত্রাকের আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আলু চাষিরা এই সময় জমিতে ছত্রাক নাশক স্প্রে করলে আলুর গাছ ভাল হবে। মালদহ জেলা কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, মালদহে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আলু চাষে তেমন ক্ষতির সম্ভাবনা নেই। তারপরও যদি কোথাও জল জমে থাকে কৃষকদের বলব দ্রুত জল নিকাশ করতে। ছত্রাক নাশক স্প্রে করতে হবে এখন। তাহলে আর আলুর ক্ষতি হবে না।
হরষিত সিংহ