দার্জিলিং স্টেশন থেকে টয়ট্রেনের চেপে শহরের অলিগলি হয়ে বাতাসিয়া লুপ তারপর পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, সব কিছুরই আনন্দ নিতে পারবেন। এবার সেই জয় রাইড করতেই শৈলশহরের আবেগ দার্জিলিং স্টেশনে পর্যটকদের উপচে পড়া ভিড়। ট্রেনের সময়সীমা কী? সকাল ৯ঃ২৫ থেকে শুরু হয় প্রথম জয় রাইড। এবং শেষ জয় রাইড এর ট্রেন রয়েছে ৩:৪৫ নাগাদ।
advertisement
প্রথম ট্রেনটি স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন এবং দ্বিতীয় ট্রেনটি ডিজেল ইঞ্জিন চালিত টয়ট্রেন। এভাবেই সারাদিনে মোট আটটি টয়ট্রেন শহরের বুকে ছুটে চলে। দুটি ট্রেনের মধ্যে সময়ের অন্তর থাকে ১০ মিনিট। প্রত্যেক দুই ঘণ্টা অন্তর অন্তর একটি স্টিম ইঞ্জিন এবং একটি ডিজাইন ইঞ্জিন চালিত টয়ট্রেনাইটের উদ্দেশ্যে রওনা হয়। স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের ভাড়া ১৫০০ টাকা জন প্রতি এবং ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনের ভাড়া ১০০০ টাকা জন প্রতি। সুদূর নেদারল্যান্ড থেকে ঘুরতে আসা অ্যালেনইয়াম বলেন, “জায়গাটি সত্যিই অসাধারণ এবং দেখে খুব ভালো লাগছে মানুষ এই জয়রাইড দারুণ ভাবে উপভোগ করছে।”
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন যেন এক বাড়তি পাওনা। সেই অনুভূতিটা যেন বরাবরই মন জয় করে দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের।
সুজয় ঘোষ





