TRENDING:

রাজ্য পর্যটন আজ ‘কোহিনূর’ হারা! বৈভব, প্রাচুর্য, অহংকার হারিয়ে নিঃস্ব উত্তরবঙ্গের বনবাংলো, ধ্বংসের কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Hollong: জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং যেন জলদাপাড়াকে ছাপিয়ে নিজেই নিজের রূপ সৌন্দর্যে অনন্য। ১৯৬৭ সালে নির্মিত কাঠের এই বনবাংলোকে রাজ্য পর্যটনের ‘কোহিনূর’ বলেন অনেকে। অথচ সেই হলং এখন বিপর্যস্ত, বিধ্বস্ত, নিঃস্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: উত্তরের পর্যটনে হীরার মুকুট বলে পরিচিত হলং আজ প্রায় নিঃস্ব। বৈভব, প্রাচুর্য, অহংকার হারিয়ে নিঃস্ব উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হলং। কাশ্মিরের ডাল লেক বা দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ, টাইগার হিল আপন গুনে, সৌন্দর্যে ও প্রাচীন প্রাচুর্যে পর্যটকদের মনে স্থান দখল করেছে।
উত্তরবঙ্গের কোহিনূর হলং বাংলো
উত্তরবঙ্গের কোহিনূর হলং বাংলো
advertisement

একইভাবে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং যেন জলদাপাড়াকে ছাপিয়ে নিজেই নিজের রূপ সৌন্দর্যে অনন্য। যেন হলংয়ের নামেই পরিচয় পায় জলদাপাড়া জাতীয় উদ্যান। অথচ সেই হলং এখন বিপর্যস্ত, বিধ্বস্ত। হলংয়ের গর্বের কারণ ছিল মূলত ৪টি।

আরও পড়ুনঃ দুর্যোগে বিপর্যস্ত জলপাইগুড়িতে নতুন আশার আলো! দারুণ উদ্যোগ ময়নাগুড়ি পুলিশের! কথায় নয়, কাজে করে দেখাচ্ছেন তাঁরা

advertisement

প্রথমত, ঐতিহাসিক কাঠের দোতলা হলং বাংলো।

দ্বিতীয়ত, কাঠের হলং সেতু।

তৃতীয়ত, বাংলোর পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদী ও তার অন্যপাশে বন্য প্রাণীদের খাবার দেওয়ার সল্ট পিট। সেখানে নিয়মিত বন্য প্রাণীদের আনাগোনা লেগেই থাকত।

চতুর্থ, বনের মাঝে হলংয়ের অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা।

কিন্তু সখের সেই বনবাংলো ও কাঠের হলং সেতু হারিয়ে হলং এখন নিঃস্ব। গত বছর ১৮ জুন রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো। পরে তদন্তে জানা যায়, ৮ কামড়ার এই বনবাংলোর তিন তলায় ৩ নম্বর ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গোটা বাংলো পুড়ে গিয়েছে। ১৯৬৭ সালে নির্মিত কাঠের এই বনবাংলোকে রাজ্য পর্যটনের ‘কোহিনূর’ বলেন অনেকে।

advertisement

আরও পড়ুনঃ কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?

সম্প্রতি উত্তরবঙ্গের দুর্যোগে ভেঙেচুরে যায় কাঠের হলং সেতুটিও। ৫ অক্টোবর রবিবার হলং নদীর জলের স্রোতে ভেঙে যায় সুন্দর কাঠের তৈরি হলং সেতু। হলং বাংলোর সেই জায়গাটি এখন খাঁ খাঁ করছে। ঘাসে ঢাকা পড়েছে বাংলোর স্থান। দেখলে বোঝার উপায় নেই এখানেই একসময়ে কত মানুষের প্রেম, ভালবাসা, বিরহ-সহ নানা স্মৃতি বিজরিত কাঠের তিন তলা হলং বনবাংলো দাঁড়িয়ে ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

হলং সেতুর ওপারে জলদাপাড়ার একমাত্র সরকারি ট্যুরিস্ট লজ- ‘অরণ্য’। সেতু ভাঙায় সেখানে যাতায়াত বন্ধ। সাফারির টিকিট কাউন্টারও বন্ধ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাজ্য পর্যটন আজ ‘কোহিনূর’ হারা! বৈভব, প্রাচুর্য, অহংকার হারিয়ে নিঃস্ব উত্তরবঙ্গের বনবাংলো, ধ্বংসের কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল