এছাড়া বোরো আমন ধান বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস থেকে বীজ লাগানো হয়। ও তিন মাস পর আশ্বিন,কার্তিকে ধান কাটা হয়। আমন ধানের ভাল ফলন পেতে গেলে প্রথমেই ভাল জাত নির্বাচন করতে হবে। আমন ধানের জন্য ভাল বীজ নির্বাচন, জমি তৈরি, সঠিক সময়ে বপন বা রোপণ,আগাছা দূরীকরণ,সার ব্যবস্থাপনা,জল ব্যবস্থাপনা ও সম্পূরক সেচ এই সব বিষয় নজর দিতে হবে। আমন ধানের কিছু পরিচিত জাত হল বিআর৪, বিআর৫, বিআর১০, এছাড়া হাইব্রিড,স্বর্ণ,হাজার বিবি বিভিন্ন ধরনের জাত বাজারে পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন:এই নিয়ম মেনে ঠাকুর ঘর না বানালেই পড়তে পারেন মহা বিপদে! জেনে নিন বাস্তু টিপস
বীজতলা তৈরি ও বীজ বপনের সময়: উঁচু এবং উর্বর জমিতে বীজতলা তৈরি করতে হবে। যেখানে বন্যার জল ওঠার সম্ভাবনা নেই। যেসব এলাকায় উঁচু জমি নেই সেসব এলাকায় ভাসমান বীজতলা তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া চারা রোপণের সময় অবশ্যই লাইন বা সারিবদ্ধভাবে চারা রোপণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের জন্য উত্তর দক্ষিণ বরাবর সারি করে লাগানো ভাল। এছাড়া ধান কেটে প্রায় সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। সেক্ষেত্রে বিভিন্ন ছত্রাক নাশক সার পটাশ সার ইত্যাদি ব্যবহার করতে হবে। এইভাবেই কিছু কিছু পদ্ধতি মেনে আমন ধান চাষ করলে ধানের ভাল ফলন পাবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





