অনেকেই আছেন যারা কিংকোবরাকে খুব একটা বিষাক্ত মনে করেন না। তাই দেখলেও এড়িয়ে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু, তা একেবারেই ভুল। শুধু জঙ্গল-পাহাড় ভ্রমণের সময়ই নয়, যে কোনও জায়গায় এই কিংকোবরা চোখে পড়লে সাবধান হন।
কথায় রয়েছে, ডুয়ার্স যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তার প্রমাণ ডুয়ার্সের গভীর জঙ্গল। ভয়ে ভয়েই দিন যাপন করতে হয় জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। এসবের মধ্যেও পৃথিবীর বিষাক্ত সাপ মধ্যে কিং কোবরা রয়েছে ডুয়ার্সের জঙ্গলে। মাঝেমধ্যেই বিভিন্ন বনাঞ্চলের পাশে যে সব গ্রাম রয়েছে এসব গ্রাম থেকে উদ্ধার হচ্ছে বিশাল আকৃতির কিং কোবরা। ক্রমেই প্রজননের সময়সীমা শেষ হতে চলেছে জঙ্গলে বাড়বে আরও কিং কোবরার পরিবার।
advertisement
কিং কোবরা সাপ গভীর জঙ্গলের মধ্যে বসবাস করে। অত সহজে সে জঙ্গল থেকে লোকালয়ে আসে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে লোকালয় থেকেই আখছাড় উদ্ধার হচ্ছে বিষধর এই সাপ। পরিবেশকর্মীরা জানান, কিং কোবরা সাপ মানুষের উপরে আক্রমণও করতে পারে। তাই এইসব আক্রমণমুখী সাপ থেকে সাবধান। আর ক’দিন বাদেই পুজোর মরশুমে পর্যটকদের ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। তাই জঙ্গলের ভেতরে প্রবেশ করার সময় খুবই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেনপরিবেশ প্রেমীরা।





