সেই দেখে হতবাক ডুয়ার্সের ঘুরতে এসে পর্যটকেরা। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বনকর্মীদের খবর দেওয়া হয় এবং সর্পপ্রেমীদেরও। তাঁরা এসে দীর্ঘ প্রায় ৪৫ মিনিট লড়াই করে সেই কিং কোবরাকে নিজেদের আওতায় নিয়ে আসেন। গরম পড়তে না পড়তেই গত কয়েক দিনে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হল।
আরও পড়ুন- ডুয়ার্সের রিসোর্টে শুয়ে রয়েছে বিশাল কিং কোবরা, হতবাক পর্যটকরা
advertisement
ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের ধূপঝোড়ার একটি বেসরকারি রিসোর্ট থেকে একটি বিশালাকার এই কিং কোবরা উদ্ধার হল। এদিন সন্ধেয় রিসোর্টের একজন কর্মী কিং কোবরা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরে কর্মীরাও। এর পর বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্পপ্রেমী কিং কোবরাটি উদ্ধার করে বনদফতর হাতে তুলে দেন। এদিকে রিসোর্টে কিং কোবরার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিং কোবরাটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গেছে।
সুরজিৎ দে