আরও পড়ুন: প্রত্যন্ত নামখানার যুবক সাহিত্যচর্চায় নতুন দিশা দেখাচ্ছেন
করোনার কারণে দুই বছর ধরে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পরিচ্ছন্নতার উপরে। কিন্তু সাধারণ মানুষের তাতে কী যায় আসে! পান, গুটখার পিক ফেলতে তো আর বাধা নেই। তাই হামেশাই যে কোনও স্থানে গুটখার পিক ফেলেন আম জনতা। এমনিতেই যে কোনও জায়গায় থুতু ফেলা নিয়ে ভারতীয়রা হামেশাই বদনামের সম্মুখীন হয়। খোলা জায়গায় থুতু ফেলার জন্য কিছু কিছু জায়গায় জরিমানা করা হয়েছে। রাস্তা হোক, রেলের প্ল্যাটফর্ম হোক, ট্রেনের কোচ হোক, বিল্ডিং হোক, মানুষ পান বা গুটখা খেয়ে থুথু ফেলা থেকে বিরত থাকে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই সমাজের সেই সমস্ত অসচেতন মানুষদের আরও সচেতন করতেই কমলালেবু খাওয়ার অনুরোধ জানান উত্তমবাবু। তিনি বলেন, গুটখা খেয়ে যেখানে সেখানে থুথু ফেললে শহর নোংরা হবে। গুটখা কিনে পয়সা নষ্ট করে আখেরে কোনও লাভ নেই। তার চেয়ে বরং কমলালেবু খান, মরশুমি ফল খান আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। উত্তমবাবুর এমন প্রচেষ্টা আদৌ ফলপ্রসু হবে কিনা সেটাই দেখার অপেক্ষা।
অনির্বাণ রায়