TRENDING:

Darjeeling News : 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র জীবন এবার পর্দায়! ধোলাবাড়ির করিমুল হকের জীবনের গল্প নিয়ে হতে পারে সিনেমা

Last Updated:

অনেকেই মনে করছেন, বাংলায় দেব  ও হিন্দিতে আমির খান উপযুক্ত মুখ হতে পারেন। তবে করিমুল হক নিজে জানান, 'এখনও কিছু জানি না, তবে দর্শকদের জন্য চমক থাকছে। আমার সিনেমা দুটি ভাষায়— বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে।' ধোলাবাড়ির মানুষ এখন দিন গুনছেন— কখন বড় পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় 'অ্যাম্বুল্যান্স দাদা'র জীবনকথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: ডুয়ার্সের ধোলাবাড়ি গ্রাম। এখানেই বাস করেন পদ্মশ্রী করিমুল হক, যিনি সকলের কাছে পরিচিত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে। ১৯৯৮ সালে মায়ের মৃত্যুর পরই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। অ্যাম্বুলেন্স না পাওয়ায় মাকে হাসপাতালে নিতে না পারার যন্ত্রণা থেকেই তাঁর শপথ— আমার গ্রামে কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে প্রাণ না হারায়। সেই থেকেই শুরু তাঁর পথচলা। নিজের মোটরবাইকে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন নিঃস্বার্থ সেবা, যা আজও চলছে নিরবচ্ছিন্নভাবে। সেই গল্পই আসছে রুপোলি পর্দায়। করিমুল হকের এই মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে। চা-বাগানের শ্রমিক হয়েও নিজের সঞ্চয় থেকে বাইক চালিয়ে ছুটে গিয়েছেন অসুস্থ, আহত ও গর্ভবতী মহিলাদের পাশে। ২০১৭ সালে তাঁর এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ভারত সরকারের তরফে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
advertisement

এবার সেই গল্পই আসছে রুপোলি পর্দায়। করিমুল হকের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। দীর্ঘ ছয় বছর ধরে এই ছবির পরিকল্পনা চললেও নানা কারণে তা শুরু হয়নি। অবশেষে ছবির প্রযোজনা করছেন করিম মোরানি, যিনি শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। প্রথমে ইরফান খান ও পরে সুশান্ত সিং রাজপুতের নাম শোনা গিয়েছিল করিমুলের চরিত্রে অভিনয়ের জন্য, কিন্তু তাঁদের অকালপ্রয়াণে থমকে যায় কাজ। এমনকি অভিনেতা সোনু সুদ ও শাহরুখ খানের নামও আলোচনায় আসে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা মহিলার, ভয়ে ভাঙল পা! কী কাণ্ড দেখুন
আরও দেখুন

তবে এখন নতুন করে ছবির কাজ শুরু করতে চলেছেন প্রযোজক সংস্থা। করিমুল হকের বক্তব্য, নভেম্বর মাসের মধ্যেই তাঁর সঙ্গে নতুন এগ্রিমেন্ট হতে চলেছে। প্রযোজকেরা হয় তাঁর ধোলাবাড়ির বাড়িতে আসবেন, নয়তো তিনি মুম্বইয়ে যাবেন। ইতিমধ্যেই তিনি ৩০ লক্ষ টাকার মধ্যে ১৫ লক্ষ টাকা আগাম পেয়েছেন। বাকি অর্থ এই মাসের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন করিমুল। খুব সম্ভবত ২০২৬ সাল থেকেই ছবির শুটিং শুরু হবে। গ্রাম জুড়ে এখন জল্পনা— কে অভিনয় করবেন এই প্রেরণাদায়ক চরিত্রে? অনেকেই মনে করছেন, বাংলায় দেব  ও হিন্দিতে আমির খান উপযুক্ত মুখ হতে পারেন। তবে করিমুল হক নিজে জানান, ‘এখনও কিছু জানি না, তবে দর্শকদের জন্য চমক থাকছে। আমার সিনেমা দুটি ভাষায়— বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে।’ ধোলাবাড়ির মানুষ এখন দিন গুনছেন— কখন বড় পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় ‘অ্যাম্বুল্যান্স দাদা’র জীবনকথা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News : 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র জীবন এবার পর্দায়! ধোলাবাড়ির করিমুল হকের জীবনের গল্প নিয়ে হতে পারে সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল