এবার সেই গল্পই আসছে রুপোলি পর্দায়। করিমুল হকের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। দীর্ঘ ছয় বছর ধরে এই ছবির পরিকল্পনা চললেও নানা কারণে তা শুরু হয়নি। অবশেষে ছবির প্রযোজনা করছেন করিম মোরানি, যিনি শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। প্রথমে ইরফান খান ও পরে সুশান্ত সিং রাজপুতের নাম শোনা গিয়েছিল করিমুলের চরিত্রে অভিনয়ের জন্য, কিন্তু তাঁদের অকালপ্রয়াণে থমকে যায় কাজ। এমনকি অভিনেতা সোনু সুদ ও শাহরুখ খানের নামও আলোচনায় আসে।
advertisement
তবে এখন নতুন করে ছবির কাজ শুরু করতে চলেছেন প্রযোজক সংস্থা। করিমুল হকের বক্তব্য, নভেম্বর মাসের মধ্যেই তাঁর সঙ্গে নতুন এগ্রিমেন্ট হতে চলেছে। প্রযোজকেরা হয় তাঁর ধোলাবাড়ির বাড়িতে আসবেন, নয়তো তিনি মুম্বইয়ে যাবেন। ইতিমধ্যেই তিনি ৩০ লক্ষ টাকার মধ্যে ১৫ লক্ষ টাকা আগাম পেয়েছেন। বাকি অর্থ এই মাসের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন করিমুল। খুব সম্ভবত ২০২৬ সাল থেকেই ছবির শুটিং শুরু হবে। গ্রাম জুড়ে এখন জল্পনা— কে অভিনয় করবেন এই প্রেরণাদায়ক চরিত্রে? অনেকেই মনে করছেন, বাংলায় দেব ও হিন্দিতে আমির খান উপযুক্ত মুখ হতে পারেন। তবে করিমুল হক নিজে জানান, ‘এখনও কিছু জানি না, তবে দর্শকদের জন্য চমক থাকছে। আমার সিনেমা দুটি ভাষায়— বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে।’ ধোলাবাড়ির মানুষ এখন দিন গুনছেন— কখন বড় পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় ‘অ্যাম্বুল্যান্স দাদা’র জীবনকথা।





