এদিন সকালে বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও মহিলা থানায় আচমকা হাজির হয়ে রীতিমতো সকলকে চমকে দিল স্কুল পড়ুয়ারা। অবাক করা এই সফরের পিছনে ছিল এক ভিন্নধর্মী উদ্দ্যোগ কর্তব্যরত পুলিশকর্মীদের। কন্যাশ্রীদের সাইবার ক্রাইম সম্পর্কে অবগত করা এবং মহিলা সুরক্ষায় আইনগত পদক্ষেপ ও থানায় অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে জানাতে পাড়া।
আরও পড়ুন: মনসা পুজোর ঘট আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা! তলিয়ে গেল যুবক, ৩ দিন পর উদ্ধার দেহ
advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “একঝাঁক কন্যাশ্রীর একইসঙ্গে থানা পরিদর্শন সত্যিই সকলকে চমকে দিয়েছে। আজকের উদ্যোগ প্রত্যেক ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা নেবে। দিনের শেষে শুধু পুলিশই নয়, কন্যাশ্রীরাও ফিরল সাইবার সচেতনতার বার্তা নিয়ে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, সাইবার থানার আইসি সৌরভ ঘোষ সাইবার প্রতারণা সম্পর্কে শিক্ষকের ভূমিকা পালন করেন। কন্যাশ্রীদের পক্ষ থেকে একের পর এক প্রশ্ন যেমন সাইবার ক্রাইম কী? কীভাবে সাধারণ মানুষ ফাঁদে পড়ে? কীভাবে ঠকায় ভুয়ো প্রোফাইল থেকে? নকল লিঙ্ক থেকে নিজেদের বা অন্যদের কীভাবে বাঁচানো সম্ভব? পাশাপাশি পুলিশ আধিকারিকরা বাস্তব উদাহরণ দিয়ে বোঝালেন সোশ্যাল মিডিয়ার সর্তকতা নিয়ম ও পরিচিত লিঙ্কে ক্লিক না করার পরামর্শ, ব্যক্তিগত তথ্য গোপন রাখার উপায়। সত্যিই এ যেন এক অবাক করা উদ্দেশ্য পুলিশকর্মীদের। প্রায় শতাধিক স্কুলছাত্রীদের সঙ্গে পুলিশকর্মীদের এই প্রশ্নোত্তর পর্ব কার্যত রূপ নেয় সাইবার ক্লাসরুমে।