পরে দু'টি ক্যাঙ্গারুকে নিয়ে যাওয়া হয় বেঙ্গল সাফারি পার্কে। দু'টি ক্যাঙ্গারুকে বিশেষ এনক্লোজারে রাখা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। নজরদারির জন্যে বন কর্মীকে নিয়োগ করা হয়। সোমবার রাতে মৃত্যু হয় অ্যালেক্সা নামে একটি ক্যাঙ্গারুর। জেভিয়ার নামে অন্য ক্যাঙারুটিও অসুস্থ বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে সাফারি কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: পাহাড়ে খুশির হাওয়া! মিরিক, কালিম্পংও জুড়ছে রেল পরিষেবায়, সেবক-রংপো ট্রেন চলবে পরের শীতেই
বন দফতর সূত্রে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে ক্যাঙারুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গতকালই পশু চিকিৎসকদের উপস্থিতিতে মৃত প্রাণীটির ময়নাতদন্ত করা হয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর মাশরুম খাওয়াতেই বিষক্রিয়ায় মৃত্যু হয় অ্যালেক্সার। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, অন্য কোনও খাবারেও বিষক্রিয়া হতে পারে। সাফারি পার্কের ডিরেক্টর অবশ্য এনিয়ে কিছু বলতে চাননি।
আরও পড়ুন: শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি! কেক বানাতে চরম ব্যস্ততা বেকারিগুলিতে
উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর টেলিফোনে ক্যাঙ্গারুর মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি সাফারি পার্কে এসে আধিকারিকদের সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন। তিনি এও বলেন, 'এখানকার তাপমাত্রা ক্যাঙ্গারুদের পক্ষে অসহনীয়। সে কারণেও মৃত্যু হতে পারে।অ্যালেক্সার মৃত্যুর পর জেভিয়ারের উপরে নজরদারি বাড়িয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। আপাতত পর্যটকদের জন্যে কাঙ্গারু সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
অ্যালেক্সার মৃত্যু নিয়েও চলছে চাপানউতোর। ময়না তদন্তের রিপোর্টের পরই কী পদক্ষেপ নেয় বন দফতর, সেদিকেই তাকিয়ে দায়িত্বপ্রাপ্ত বন কর্তারা। সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের মৃত্যুর ঘটনা ঘটলেও অন্য জন্তুর ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম।