আরও পড়ুন- কার্তিক ফেলতে গিয়ে রাতভর পুলিশ লক আপে বর্ধমানের ছয় যুবক !
উত্তরবঙ্গের যে তিনটি স্টেশনে অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে অবস্থানগত দিক দিয়ে সেই স্টেশন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই স্টেশন গুলিতে ট্রেন পরিষেবা ব্যাহত হলে গোটা উত্তরবঙ্গ এমনকী উত্তর পূর্বাঞ্চলেও প্রভাব পড়তে পারে । দিনভর বহু গুরুত্বপূর্ণ ট্রেনের আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে । উত্তরবঙ্গের একাংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবি দীর্ঘদিনের । গত দুই- তিন দশকে এনিয়ে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ । এরইমধ্যে সম্প্রতি সামনে এসেছে উত্তরবঙ্গকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সম্ভাবনা। এই পরিস্থিতিতে নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন কামতাপুরীরা।
advertisement
আরও পড়ুন- মঙ্গলের গোচর যেন অমঙ্গল ডেকে না আনে! আজই সতর্ক হন ললাটলিখনের এই কয়েক দিকে
ইতিমধ্যেই পৃথক কামতাপুর রাজ্যের দাবিকে জোরদার করতে ফোরাম তৈরি করেছে কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টি । ছয়জনকে নিয়ে গঠন করা হয়েছে ফোরামের কমিটি । ফোরামের মূল লক্ষ্য পৃথক কামতাপুর রাজ্য গঠন । পাশাপাশি কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি। মালদহের গাজোলের বামনগোলা মোড়ে একটি লজে সভা করেছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। প্রথম কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে রেল অবরোধের প্রস্তুতি। প্রয়োজনে পৃথক রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করা এবং মুখ্যমন্ত্রীর কাছেও দাবি পেশ করার ভাবনা রয়েছে ফোরামের।