TRENDING:

Kalipuja 2024: উত্তরবঙ্গে এই প্রথম পূজিত হবেন ২৫ ফুটের তারা মা! তুঙ্গে কালীপুজোর প্রস্তুতি

Last Updated:

Kalipuja 2024: উত্তরবঙ্গের এই ক্লাবে ২৫ ফুটের তারা মা পূজিত হবে।  তাই তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের আশেপাশেই সাজসজ্জা থাকবে। এখানে এলে মনে হবে যেন তারাপীঠে তারা মায়ের মন্দিরে চলে এসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি: কালীপুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। এরপরই  শ্যামামায়ের আরাধনায় মেতে উঠবেন মানুষ।এবছর কালীপুজোয় তারাপীঠের তারা মায়ের আদলে ২৫ ফুটের মূর্তি তৈরি করে নজর কাড়তে চলেছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব।উত্তরবঙ্গে এই প্রথম কালীপুজোয় ২৫ ফুটের তারা মায়ের মূর্তি তৈরি করছে শিলিগুড়ির এই ক্লাব।এ বছর ৫৯ তম বর্ষে পদার্পণ করবে তাঁদের পুজো।এছাড়াও বিশেষ চমক থাকবে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জায়।
advertisement

পুজো উদ্যোক্তারা জানান, আগামী ৩০ অক্টোবর পুজোর উদ্বোধন হবে।উত্তরবঙ্গে এই প্রথম তারাপীঠের তারা মায়ের আদলে মূর্তি তৈরি করা হচ্ছে।পুজোর কয়েকদিন নানা সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এছাড়াও প্রতিমা নিরঞ্জন এর জন্য থাকবে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। সব মিলিয়ে উত্তরবঙ্গে এই প্রথম তারাপীঠের তারা মা–র আদলে তৈরি নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের কালীপুজো সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুন : আপেল কমলালেবু আঙুরকে দশ গোল! কোলেস্টেরল, ব্লাড সুগার, হাইপ্রেশারের যম! সস্তার মহৌষধ পানিফলই খান চুটিয়ে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

তাঁদের সম্পাদক অরুণাভ চক্রবর্তী বলেন, ‘‘প্রতিবছরই আমরা একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি। তবে এ বছর আমরা এই ২৫ ফুটের তারা মায়ের পুজোর উদ্যোগ নিয়েছি। এমন অনেক লোক আছেন যাঁরা তাঁরা মায়ের দর্শন করতে যেতে পারে না, তাদের কথা ভেবেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’ তিনি আরও জানান, যেহেতু ২৫ ফুটের মূর্তি পূজিত হবে তাই তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের আশেপাশেই সাজসজ্জা থাকবে। এখানে এলে মনে হবে যেন তারাপীঠেই চলে এসছেন। পুজোর কয়েকদিন ভোগ বিতরণ চলবে। এছাড়াও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kalipuja 2024: উত্তরবঙ্গে এই প্রথম পূজিত হবেন ২৫ ফুটের তারা মা! তুঙ্গে কালীপুজোর প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল