স্থানীয় সূত্রে খবর, ভীমা গ্রামের গঙ্গার ঘাটের পাশে সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি দেখতে পান। যদিও দেহ ভেসে আসতে দেখার পর বিলম্ব করেন নি স্থানীয়রা। বিষয়টি জানানো হয় বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দেহটি পচা গলা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য
advertisement
যার ফলে অনেকের অনুমান, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগেই। দেহটি নদীতে ভেসে এসে এই আটকে পড়েছে এই জায়গায়। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, তিনি ভিনজেলার বাসিন্দা হতে পারেন।
আরও পড়ুন : ২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস
যদিও মৃত্যুর সঠিক কারণ বা মৃতের পরিচয় এখনও জানা যায়নি। দেহটি উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য দেখা গিয়েছে। কীভাবে বা কোথা থেকে এই দেহটি এল তা নিয়ে কৌতূহল রয়েছে এলাকাবাসীর।