বিষধর এই সাপটিকে এদিন দেখতে পাওয়া যায় মিড ডে মিলের রান্নাঘরে। রাঁধুনিরা সাপটিকে দেখে চিৎকার করলে আতঙ্কিত হয়ে যায় পড়ুয়ারা। এর পর খবর দেওয়া হয় বন দফতরের হ্যামিলটনগঞ্জ রেঞ্জে। বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেছে বলে জানা যায়। এর আগেও এমন অনেক বিষধর সাপ স্কুলে প্রবেশ করেছিল বলে জানান প্রধান শিক্ষক ঘনশ্যাম খান্না।সাপটি উদ্ধার করেন দুজন বনকর্মী। সাপ উদ্ধার দেখতে স্কুলের মাঠে এসেছিলেন কিছু উৎসাহী জনতা।
advertisement
আরও পড়ুন- ভারতের একমাত্র CNG বাইক এটি! ৯০ হাজার টাকায় খুলে যাবে উপার্জনের রাস্তা
কালাচ সাপ এশিয়ায় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানে দেখতে পাওয়া যায়। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে পশ্চিমবঙ্গ ও সমগ্র দক্ষিণ ভারতে এদের সন্ধান পাওয়া যায়। বাসস্থান নির্বাচনে এদের বিশেষ বাছবিচার নেই। মাঠে, ঝোপঝাড়ে, অগভীর জঙ্গলে এমনকি মানুষের বসতিপূর্ণ স্থানেও এরা বাসা বাঁধতে পারে। উই ঢিবি, ইঁটের পাঁজা, ইঁদুরের গর্ত, অব্যবহৃত চুলা অথবা মানুষের বাড়ির ভিতরে এরা আস্তানা গেঁড়ে থাকে।
Annanya Dey