TRENDING:

Kachu Cultivation: আপনার ভাগ্য ফিরিয়ে দেবে কচু! শুধু এই প্রক্রিয়াটা জেনে রাখুন

Last Updated:

Kachu Cultivation: কচু চাষে কোন‌ওধরনের কীটনাশক প্রয়োগ করা হয় না। এই চাষে সারের বেশি প্রয়োজন হয় না। ফলে খরচও অনেকটাই কম। আর তাই কচু চাষ করে কম খরচে অধিক লাভের মুখ দেখছেন চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: চিরাচরিত চাষের বাইরে গিয়ে এই জিনিসটা চাষ করুন, নিশ্চিত লাভ পাবেন। শোলা কচুর চাষ করলে ব্যাপক লাভ নিশ্চিত চাষিদের। গ্রামবাংলার সবার কাছে অতি পরিচিত সস্তা দামের সবজি হল কচু।
advertisement

এই কচু চাষে কোন‌ওধরনের কীটনাশক প্রয়োগ করা হয় না। এই চাষে সারের বেশি প্রয়োজন হয় না। ফলে খরচও অনেকটাই কম। আর তাই কচু চাষ করে কম খরচে অধিক লাভের মুখ দেখছেন চাষিরা। এই কচু চাষে রোগ বালাই থাকে না বললেই চলে। এতে পচনের ভয় নেই বললেই চলে। তাই কৃষকরা বোরো ধানের চাষ বাদ দিয়ে কম খরচে অধিক লাভের আশায় বর্তমানে কচু চাষের প্রতি ঝুঁকছেন।

advertisement

আরও পড়ুন: সুপারির খোসা ছাড়িয়ে নিয়মিত আয় করছেন মহিলারা, ফিরছে সংসারের হাল

কচু চাষি জ্যোতিষ লস্কর জানান, কচুর পুষ্টিগুণ অনেক বেশি। ফলে আজকাল এর চাহিদা অনেকটাই বেড়েছে। তাই দামও বেশ ভালই মিলছে। চাষের জমিতে জল জমে থাকলেও কচু চাষে সমস্যা হয় না। এটা অন্যতম একটি সুবিধার দিক বলে তিনি বর্ণনা করেন।

advertisement

View More

বর্তমান সময়ে বাজারে কচুর সর্বনিম্ন দাম ৩০ থেকে ৩৫ টাকা। সর্বোচ্চ এক একটি কচু ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়। তাই স্বল্প পরিশ্রমে এবং স্বল্প জায়গায় এই চাষ করা লাভজনক। এছাড়া কচুর পাশাপাশি কচুর লতি বিক্রি করেও অতিরিক্ত আয় করা যায়। তাইতো কোচবিহারের কৃষকরা বৃষ্টির মধ্যেও এই চাষ করছেন ব্যাপকভাবে। জল জমা জমিতে সামান্য চাষ করে এই কচু গাছ বুনে দিলেই হবে। তারপর কচু গাছ নিজের গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kachu Cultivation: আপনার ভাগ্য ফিরিয়ে দেবে কচু! শুধু এই প্রক্রিয়াটা জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল