TRENDING:

Jute Hat: রোদ হোক বা বৃষ্টি, মাথা বাঁচাতে এই টুপিতেই নজর সবার! দাম কত জানেন?

Last Updated:

Jute Hat: জেলায় উৎপাদিত পাট দিয়েই একের পর এক টুপি তৈরি করে চলছেন হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়। পেশায় কৃষক সত্যেন্দ্রনাথ'বাবু নিজের চাষের জমি থেকে পাট নিয়ে এসে সেই পাট দিয়ে তৈরি করেন বিভিন্ন ডিজাইনের টুপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: রোদ হোক কিংবা বৃষ্টি, গরমে মাথা বাঁচাতে ব্যবহার করুন এই পাটের টুপি। সুতির কাপড় ও বাহারি রংয়ের সুতোর টুপি তো অনেকেই পরেছেন। কিন্তু কখনও পাটের টুপি পরেছেন?
advertisement

উত্তর দিনাজপুর জেলায় উৎপাদিত পাট দিয়েই একের পর এক টুপি তৈরি করে চলছেন হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়। পেশায় কৃষক সত্যেন্দ্রনাথ’বাবু নিজের চাষের জমি থেকে পাট নিয়ে এসে সেই পাট দিয়ে তৈরি করেন বিভিন্ন ডিজাইনের টুপি। রোদ হোক কিংবা বর্ষা সব মরশুমেই এই পাটের টুপি ভরসা। সত্যেন্দ্রনাথ’বাবু বলেন, এই গরমের রোদের তাপ থেকে বাঁচতে অনেকেই পাটের টুপি কিনে নিয়ে যাচ্ছেন। এই টুপি মাথায় পরলে একটুও রোদ লাগে না। বরং এই পাটের টুপিতে মাথা ঠান্ডা থাকে।

advertisement

আর‌ও পড়ুন: বৃষ্টির পর‌ই সপ্তাহব্যাপী বন্ধ বাস চলাচল, মাথায় হাত একাধিক গ্রামের বাসিন্দাদের

পাটের টুপিগুলো বাড়িতে বসেই অনলাইনের সাহায্যে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন সত্যেন্দ্রনাথ রায়। জেলার কৃষকদের কাছে এই টুপির চাহিদা সবথেকে বেশি। মাঠে সারাক্ষণ কাজ করতে থাকা কৃষকদের জন্য এই টুপিগুলো বেশ উপকারী। ছোট সাইজের পাটের টুপিগুলো ১০০ থেকে ১৫০ টাকা দাম। বড় সাইজের টুপিগুলো ২০০ থেকে ২৫০ টাকা দামে বিক্রি করছেন। প্রতিদিন প্রায় আট থেকে দশটা টুপির বরাত আসে সত্যেন্দ্রনাথ’বাবুর কাছে। নিজের জমির পাট দিয়েই তিনি এই টুপি তৈরি করেন। প্রথমে জমি থেকে পরিপক্ক পাট কেটে নিয়ে আসেন। তারপর সেই পাটগুলোকে জলে ভিজিয়ে রেখে তা থেকে ফাইবারগুলিকে বের করে নেন। তারপর সেই ফাইবার দিয়ে পাটের দড়ি বানিয়ে সেই দড়ি দিয়ে টুপি তৈরি করে। এই পাটের টুপিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই ভীষণ আরামদায়ক। তাই প্রতিদিন বাড়ছে এই পাটের টুপির চাহিদা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jute Hat: রোদ হোক বা বৃষ্টি, মাথা বাঁচাতে এই টুপিতেই নজর সবার! দাম কত জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল