পাট চাষের জন্য এই সময় ভাল পরিমাণ বৃষ্টির দরকার হয়। কিন্তু এবার বৈশাখ মাসের মাঝামাঝি চলে এলেও কালবৈশাখীর দেখা নেই। তারউপর গত কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। পারদ ৩৯-৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। এই পরিস্থিতিতে মাঠে পাটগাছ নুইয়ে পড়ছে। বৃষ্টির অভাবে পাট গাছ মরে যেতে বসেছে। অবিলম্বে বৃষ্টি না হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বালুরঘাট সহ জেলার কৃষকদের।
advertisement
আরও পড়ুন: হাসিমুখে মা-বাবার নতুন বিয়ের সাক্ষী থাকল সন্তানরা!
বিপদ প্রসঙ্গে পাট চাষিরা জানান, এই গরমে মাঠে বোরো ধানের পাশাপাশি পাট চাষ করা হয়েছে৷ প্রায় মাস খানেক আগে পাট রোপন করা হলেও গাছের বৃদ্ধি হচ্ছে না। নুইয়ে পড়ছে গাছ৷ ঝরে যাচ্ছে গাছের পাতা। এমনকি মাটির জলস্তর নেমে যাওয়ায় পাম্পে ঠিক মত জল উঠছে না। তার উপরে আশপাশের খাল-বিলের জল শুকিয়ে যাওয়ায় জলসেচও সম্ভব হচ্ছে না।
সুস্মিতা গোস্বামী