পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জাতীয় স্তরের অ্যাথলেটিক্সদের প্রশিক্ষণ শিবির। চলতি বছর এই শিবিরের মোট ছয় জন সুযোগ পেয়েছে। তাদের মধ্যে রয়েছে মালদহের মিষ্টি কর্মকার। মিষ্টি কর্মকার বলে, আমার এই সাফল্যের পিছনে অনেকেই সাহায্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে আমি আরও ভাল খেলতে চাই। দেশের হয়ে খেলা আমার ইচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে থেকেই জ্যাভলিন থ্রো সহ অন্যান্য অ্যাথলেটিকস প্রশিক্ষণ নেবে। জাতীয় স্তরের এই শিবিরের সুযোগ পাওয়ায় মিষ্টি কর্মকারে খেলাধুলার মান আরও উন্নতি হবে বলে মনে করছেন জেলা ক্রীড়া সংস্থার কর্তা থেকে অন্যান্যরা।
advertisement
আরও পড়ুন:হাসপাতালের শৌচালয়ে একি কান্ড যুবকের সঙ্গে! শিউরে উঠল সকলে
বাবা সঞ্জয় কর্মকার পেশায় রেলের হকার। দুস্থ পরিবারের মেয়ে মিষ্টি। মালদহ রেলওয়ে হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি তার আগ্রহ। ২০২২ সালে অনুর্ধ ১৪ বিভাগে প্রথম জাতীয় স্তরে খেলতে যায়। সেখানেই প্রথম স্বর্ণপদক জয়। তারপর ২০২৩ সালে রাজ্য, পূর্বাঞ্চল মিট ও জাতীয় স্তরে প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে ভাল ফল করে। এখন থেকেই জ্যাভলিন থ্রোতে নজর কেড়েছে মিষ্টি। তার স্বপ্ন বড় হয়ে দেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
আরও পড়ুন:মালদহে মেয়ের মতো মা-কেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায়, বাঁচেননি তিনি
ব্যক্তিগত কোচ অসিত পাল বলেন, দুস্থ পরিবারের মেয়ে মিষ্টি কর্মকার। তার এমন সাফল্যে আমি খুব খুশি। তার এই সাফল্যের পিছনে অনেকেরই সাহায্য রয়েছে। জেলা ক্রীড়া সংস্থা থেকে সাই কর্তৃপক্ষ সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষণ শিবিরে সুযোগ পাওয়ায় আরও উন্নতমানের প্রশিক্ষণ নিতে পারবে মিষ্টি। পরিবারের আর্থিক অনটনের জন্য এতদিন ঠিকমতো প্রশিক্ষণ নিতে পারছিল না। সেই সমস্যা দূর হল। প্রশিক্ষণ শিবিরে থেকেই খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার সুযোগ মিলবে।
হরষিত সিংহ