সেই বছর এই দিন সকাল ৯: ৪৫ মিনিটে জলপাইগুড়ির মাটিতে অবতরণ করেছিলেন নেতাজি। জলপাইগুড়িবাসী মহাসমারোহে সংবর্ধনা জানিয়েছিলেন তাঁকে। সেই সব মিলনের ঐতিহাসিক ভাষণ থেকেই গৃহীত হয় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব।
আরও পড়ুন: কখনও শানু-কখনও উদিত! অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
আজ সেই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। এদিন সকাল সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি স্টেশনে রাখা নেতাজির ফটো গ্যালারিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্যরা।
advertisement
এবং তাঁর সম্বন্ধে বক্তব্য রাখেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্য গোবিন্দ রায়। তিনি বলেন যে, জলপাইগুড়ির টাউন স্টেশনকে উন্নতমানের রেজিস্ট্রেশন তৈরি করা হবে। তার সঙ্গে যদি নেতাজির একটু সংরক্ষণশালা তৈরি করা হয় তাহলে আরেকটু ভাল হয়।
সুরজিৎ দে