স্বপ্নের মোটরবাইক কিনে আনন্দে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পাহাড়পুর মোড় সংলগ্ন একটি বেসরকারি শোরুম থেকে সদ্য কেনা দু’টি মোটরবাইক নিয়ে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু স্বপ্নের সেই সফর মুহূর্তে রূপ নেয় দুঃস্বপ্নে। পাহাড়পুর মোড়ের এক পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কে তেল ভরিয়ে যাত্রা শুরু করেন তাঁরা। কিছুদূর যেতেই আচমকা বন্ধ হয়ে যায় মোটরবাইকের ইঞ্জিন। হতবাক চালকরা, মোটরবাইকের ট্যাঙ্কি খুলে দেখেন ট্যাঙ্কে পেট্রোলের বদলে রয়েছে মূলত জল!
advertisement
আরও পড়ুন: ঝগড়া হাতিদের, মজা পথচারীদের! ছবি তোলার হিড়িক, আগে কখনও দেখেছেন এমন ভয়ঙ্কর সুন্দর মুহূর্তের ভিডিও
নতুন মোটরবাইকে এমন অবস্থা দেখে মাথায় হাত পড়ে দুই বন্ধুর। উদ্বেগ আর ক্ষোভে ভেঙে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় মেকানিককে। অনেক চেষ্টা করে শেষে ফিটার এসে ট্যাঙ্ক খুলে পরিষ্কার করেন। পেট্রোল ফেলে দিয়ে ফের ট্যাঙ্কে খাঁটি তেল ভরানোর পর সচল হয় গাড়ি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে ওই জলপাইগুড়ির ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, সকালবেলা পাম্পের তেল উত্তোলনের অংশগুলি পরিষ্কার করতে ‘ভুলে গিয়েছিলেন’ তাঁরা। স্বীকার করে নেন, তাঁদের গাফিলতির জন্যই এই বিপত্তি। একদিকে নতুন গাড়ি কেনার উচ্ছ্বাস, অন্যদিকে এমন বিপদ মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও দুই বন্ধুর!
তবে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে বীরভূমে। বীরভূমের একটি পেট্রোল পাম্পে একইভাবে জ্বালানি ভরার পর ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছিল।
সুরজিৎ দে