তিস্তার সংরক্ষিত এলাকায় তুলে নেওয়া হয়েছে সব বিপদ সঙ্কেত, স্বাভাবিক গতিতে ফিরছে তিস্তা পাড়ের জনপদ। তিস্তা ব্রিজ সংলগ্ন তীরবর্তী এলাকায় যেখানে জল দেখা দিয়েছিল এদিন সেই এলাকার জল অনেকটাই নেমে গিয়েছে। আতঙ্ক কাটতেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তিস্তা নদীতে নেমে প্রাণের ঝুঁকি নিয়ে জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করছে জীবন যাপনের তাগিদে।
advertisement
আরও পড়ুন – World Cup 2023: নেদারল্যান্ডসকে হেলায় হারাল পাকিস্তান, তবে ভারত খুশি পাকিস্তানের খামতি খুঁজে পেয়ে
আতঙ্ক কিছুটা কাটলেও মাঝেমধ্যেই হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে প্রশাসন এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবার জল ছাড়া হলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও এখনও পর্যন্ত জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
Surajit Dey