TRENDING:

Jalpaiguri News: হাঁটতে পারেন না, তবু দিনরাত একনাগাড়ে চালিয়ে যান...! কী করেন বিবেক? জানলে চোখে জল আসবে

Last Updated:

Jalpaiguri News: বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও শয় শয় ছাত্র ছাত্রীর ভবিষ্যতের কান্ডারি ইনি! ভাগ্যের পরিহাসে পৃথিবীর মাটিতে পা রেখে হেঁটে দেখা সম্ভব হয় নি। প্রতিবন্ধকতা অনেক, কিন্তু তা সত্ত্বেও দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনও কাজেও সফলতা আসে। এমনই এক উদাহরণ জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও শয় শয় ছাত্র ছাত্রীর ভবিষ্যতের কান্ডারি ইনি! ভাগ্যের পরিহাসে পৃথিবীর মাটিতে পা রেখে হেঁটে দেখা সম্ভব হয় নি। প্রতিবন্ধকতা অনেক, কিন্তু তা সত্ত্বেও দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনও কাজেও সফলতা আসে। এমনই এক উদাহরণ জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ।
advertisement

প্রতিবন্ধকতাকে দূর করেই জীবন যুদ্ধে সফলতার পথে বিবেক। জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। আর পাঁচজনের থেকে খানিক আলাদা হয়েও সেই প্রতিবন্ধকতা কোনও দিন বাধা মনেই করেননি তিনি। সরকারি চাকরির আশা না করেই বিবেক নিজের ইচ্ছে শক্তির জোরে এখন টিউশন পড়ান।

আরও পড়ুন-সর্বনাশ! সব মুছে ফেললেন ঐশ্বর্য…! কফিনে শেষ পেরেকটাও পুতে দিলেন নিজেই, জানাজানি হতেই শোরগোল…, আসল কারণ জানলে রাতের ঘুম উড়বে

advertisement

কোথাও বিনামূল্যে আবার কোথাও সামান‍্য আয়ে- এমন উদার , মানবিক ইচ্ছেকে সাধুবাদ জানায় স্থানীয়-সহ জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা। বিবেকের এমন লড়াইয়ের ফলেই আজ সফলতাকে যেন বিবেক ছুতে পেরেছে। বতর্মানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই তাদের ‘প্রিয় স‍্যর’।

View More

আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও

advertisement

পরিবার সূত্রে জানা যায়, বিবেক ছোট থেকেই পড়াশোনার প্রতি যত্নশীল। বিবেকের কথায়, বই পড়তে খুব ভালবাসে সে। নিজের বাড়িতেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত কলা বিভাগের বিষয় পড়ান। এখনও টিউশন পড়ানোর পাশাপাশি একা একাই বই পড়ে সময় কাটে। এভাবেই শয়ে শয়ে শিক্ষার্থীকে শিক্ষাদান করছেন বিবেক।

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: হাঁটতে পারেন না, তবু দিনরাত একনাগাড়ে চালিয়ে যান...! কী করেন বিবেক? জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল