প্রতিবন্ধকতাকে দূর করেই জীবন যুদ্ধে সফলতার পথে বিবেক। জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। আর পাঁচজনের থেকে খানিক আলাদা হয়েও সেই প্রতিবন্ধকতা কোনও দিন বাধা মনেই করেননি তিনি। সরকারি চাকরির আশা না করেই বিবেক নিজের ইচ্ছে শক্তির জোরে এখন টিউশন পড়ান।
advertisement
কোথাও বিনামূল্যে আবার কোথাও সামান্য আয়ে- এমন উদার , মানবিক ইচ্ছেকে সাধুবাদ জানায় স্থানীয়-সহ জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা। বিবেকের এমন লড়াইয়ের ফলেই আজ সফলতাকে যেন বিবেক ছুতে পেরেছে। বতর্মানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই তাদের ‘প্রিয় স্যর’।
আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও
পরিবার সূত্রে জানা যায়, বিবেক ছোট থেকেই পড়াশোনার প্রতি যত্নশীল। বিবেকের কথায়, বই পড়তে খুব ভালবাসে সে। নিজের বাড়িতেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত কলা বিভাগের বিষয় পড়ান। এখনও টিউশন পড়ানোর পাশাপাশি একা একাই বই পড়ে সময় কাটে। এভাবেই শয়ে শয়ে শিক্ষার্থীকে শিক্ষাদান করছেন বিবেক।
সুরজিৎ দে