অভিযোগ, স্থানীয় রেশন ডিলার কে এল দাসের দোকান থেকে গ্রাহকদের মধ্যে গত বছরের ৩০ ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে যাওয়া আটার প্যাকেট বিতরণ করা হয়। রেশন নিয়ে বাড়ি ফিরে গিয়ে বিষয়টি নজরে আসে একাধিক গ্রাহকের। জানুয়ারির ৯ তারিখ পেরিয়ে গেলেও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বুধবার এই আটা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেন রেশন গ্রাহক উত্তম সরকার ও স্থানীয় বাসিন্দা অর্ঘ চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: আগুন লাগলে দমকলের অপেক্ষায় না থেকে প্রাণ বাঁচাতে করুন ‘এইসব’ কাজ, টিপস দিলেন ফায়ার অফিসার
তাঁদের দাবি, রেশন ব্যবস্থা সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত। সেখানে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেশন ডিলারের পরিবারের সদস্য। বৃহস্পতিবার ডিলারের আত্মীয় সাগর দাস মেয়াদ উত্তীর্ণ আটা গ্রাহকদের কাছ থেকে ফিরিয়ে নেন। পাশাপাশি রেশন দোকানের মালিক নিজের ভুল স্বীকার করে জানান, অনিচ্ছাকৃত ভুলবশত এই আটা দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন আটা দিয়ে বদলে দেওয়া হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরো বিষয়টি নিয়ে জেলা খাদ্য নিয়ামক দাওয়া ওয়াঙ্গেল লামা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন, বারবার কেন এমন গাফিলতি। রেশন ব্যবস্থা সাধারণ মানুষের নিত্যদিনের ভরসা। সেই ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়িত্ববোধ বজায় রাখা প্রশাসন ও ডিলার- দু’পক্ষেরই কর্তব্য। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সোচ্চার স্থানীয়রা।






