মঙ্গলবার সকালে জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের ২০ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক লেপার্ডের নিথর দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। কাজে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকদের চোখে পড়ে লেপার্ডটির দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লেপার্ডটির দেহ উদ্ধার করে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: মহিলারাও এবার লাটাই হাতে রণংদেহি! বর্ধমানের অলিতে গলিতে ঘুড়ির পসরা, কেনাকাটার ধুম দেখলেই চোখ ধাঁধাবে
বন দফতর সূত্রে জানা যায়, দেহটি ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই লেপার্ডটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। নাগেশ্বরী চা বাগান নতুন করে লেপার্ড আতঙ্কের নাম নয়। অতীতেও এই চা বাগানে কাজ করার সময় একাধিক চা শ্রমিক লেপার্ডের হামলায় জখম হয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিস্থিতি সামাল দিতে বন দফতরের পাতা খাঁচায় এর আগে এখান থেকে একাধিক লেপার্ডকে উদ্ধার করাও হয়েছে। তবুও মানুষ আর বনের সংঘাত যেন পিছু ছাড়ছে না। এদিন লেপার্ডের দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান। এই ধরণের ঘটনায় কেউ আতঙ্কিত, কেউ আবার বিস্মিত।






