TRENDING:

ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ! র*ক্তে ভেসে যাচ্ছে বিছানা! স্ত্রীকে খু*নে অভিযুক্ত স্বামী পলাতক

Last Updated:

Man Killed Wife: বিমলা বাউয়ালি বিশ্বাসকে (৪০) রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধুরী: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে ঘরের বিছানা থেকে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার মহকুমার অন্তর্গত আলাপচাদ এলাকায়। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Jalpaiguri: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
Jalpaiguri: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
advertisement

মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ মালবাজারের গজলডোবা আপালচাদ এলাকার বাসিন্দা বিমলা বাউয়ালি বিশ্বাসকে (৪০) রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আঁতকে ওঠে গোটা পরিবার-সহ পাড়া প্রতিবেশী। সঙ্গে সঙ্গেই তারা খবর দেন থানায়। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুনঃ স্ত্রীর অবৈধ প্রেমের জের! গলার নলি কেটে খুন স্বামীকে, মুখে অ্যাসিড! গ্রেফতার প্রেমিক

advertisement

পুলিশ সূত্রে জানা যায়, বিমলাদেবীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তার স্বামী রামপ্রসাদ বাউয়ালি। স্ত্রীকে মেরে অভিযুক্ত স্বামী জঙ্গলের দিকে পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মালবাজার থানার পুলিশ।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির একে অপরকে ‘চোর চোর’ স্লোগান! ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা ঘিরে পানাগড়ে বিক্ষোভ, সামাল দিতে হিমশিম খেল পুলিশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

ইতিমধ্যেই অভিযুক্ত রামপ্রসাদকে গ্রেফারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে স্ত্রীকে খুন করেছে রামপ্রসাদ? অভিযুক্ত ছাড়াও এই ঘটনার সঙ্গেও আরও কেউ যুক্ত রয়েছে কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিহত মহিলার মেয়ে ও ছেলে। আকস্মিক এই খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ! র*ক্তে ভেসে যাচ্ছে বিছানা! স্ত্রীকে খু*নে অভিযুক্ত স্বামী পলাতক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল