তৃণমূল-বিজেপির একে অপরকে 'চোর চোর' স্লোগান! ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা ঘিরে পানাগড়ে বিক্ষোভ, সামাল দিতে হিমশিম খেল পুলিশ

Last Updated:

TMC and BJP: পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় সামনে দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল পার হওয়ার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় 'চোর' স্লোগান। দুই দলের কর্মী সমর্থকেরাই একে অন্যকে 'চোর চোর' বলে গলা ফাটান।

তৃণমূল এবং বিজেপি কর্মীদের একে অপরকে চোর স্লোগান
তৃণমূল এবং বিজেপি কর্মীদের একে অপরকে চোর স্লোগান
পানাগড়, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বিজেপি এবং তৃণমূলের কর্মীদের একে অপরকে চোর স্লোগান ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পানাগড় বাজারে। উত্তেজিত দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও।
আরও পড়ুনঃ ঘুরছে না ফ্যান! গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা, বাধ্য হয়ে যা কাণ্ড ঘটালেন শিক্ষক-শিক্ষিকারা, ছুটে এল পুলিশ
সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙে সেনাবাহিনী। এই ঘটনার প্রতিবাদে পানাগড় বাজারে তৃণমূল কর্মীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। অন্যদিকে ভারতীয় সেনাকে অপমান করার প্রতিবাদে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বিজেপি। পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় সামনে দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল পার হওয়ার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় ‘চোর’ স্লোগান। দুই দলের কর্মী সমর্থকেরাই একে অন্যকে ‘চোর চোর’ বলে গলা ফাটান।
advertisement
আরও পড়ুনঃ দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?
বিজেপি ‘ভারত মাতা’ স্লোগানও দিতে শুরু করে। যার প্রত্যুত্তরে তৃণমূল ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় চৌমাথা মোড়ে। পরিস্থিতি আন্দাজ করে আগে থেকেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায়। এদিন দুই পক্ষকে সামাল দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়। কাঁকসা থানার পুলিশ কোনভাবে দুই পক্ষকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূল-বিজেপির একে অপরকে 'চোর চোর' স্লোগান! ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা ঘিরে পানাগড়ে বিক্ষোভ, সামাল দিতে হিমশিম খেল পুলিশ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement