Illicit Love Triangle: স্ত্রীর অবৈধ প্রেমের জের! গলার নলি কেটে খুন স্বামীকে, মুখে অ্যাসিড! গ্রেফতার প্রেমিক

Last Updated:

Illicit Love Triangle: গত ৩১ অগাস্ট রাতে চণ্ডীতলা থানার হাটপুকুর এলাকার একটি ডোবা থেকে গলার নলি কাটা অবস্থায় শ্রীমন্ত কোড়ার রক্তক্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনায় শ্রীমন্তর দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Hooghly: ত্রিকোণ প্রেমের জেরে হুগলিতে প্রেমিকের হাতে খুন স্বামী
Hooghly: ত্রিকোণ প্রেমের জেরে হুগলিতে প্রেমিকের হাতে খুন স্বামী
চণ্ডীতলা, হুগলি, রানা কর্মকার: ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকের হাতে খুন স্বামী। দু’দিন আগেই হুগলির চণ্ডীতলা থানা এলাকায় ঘটে যাওয়া নৃশংস খুনের ঘটনায় বড় সাফল্য এল পুলিশের হাতে। গ্রেফতার হল অভিযুক্ত প্রেমিক। গত ৩১ অগাস্ট রাতে চণ্ডীতলা থানার হাটপুকুর এলাকার একটি ডোবা থেকে গলার নলি কাটা অবস্থায় শ্রীমন্ত কোড়ার রক্তক্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনায় শ্রীমন্ত কোড়ার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরেই গ্রেফতার স্ত্রীয়ের প্রেমিক।
আরও পড়ুনঃ বন্ধুর মুখোশের আড়ালে ধ*র্ষক! মেলা দেখানোর নাম করে নাবালিকা বান্ধবীকে দিদির বাড়ি এনে রাতভর গণধ*র্ষণ! গ্রেফতার ২
চণ্ডীতলা থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বরুণ হালদার। দক্ষিণ ২৪ পরগনার হারুট থানা এলাকার শিবকালীনগর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মৃত শ্রীমন্তের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অভিযুক্ত বরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে বাধা দিয়ে ছিলেন স্বামী শ্রীমন্ত। যার পরিণতি জীবন দিয়ে চোকাতে হল তাঁকে।
advertisement
আরও পড়ুনঃ নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেনি ছেলে, দু’দিন পর গদাধরের জলে…! ভরদুপুরে এমন দৃশ্য দেখে নাওয়া খাওয়া ঘুচল পরিবারের
ঘটনার দিন অভিযুক্ত এবং শ্রীমন্ত একসঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর স্কুটিতে করে চণ্ডীতলা থানার কুমিরমোড়া থেকে জনাই যাওয়ার রাস্তায় আসেন দুজন। আর সেখানেই ধারালো ছুরি দিয়ে শ্রীমন্তের গলায় কয়েকবার কোপ বসায় বরুণ। মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টাও করা হয়। এরপর শ্রীমন্তর দেহ টানতে টানতে ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাস্থলেই পড়েছিল স্কুটিটি। ঘটনার দু’দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illicit Love Triangle: স্ত্রীর অবৈধ প্রেমের জের! গলার নলি কেটে খুন স্বামীকে, মুখে অ্যাসিড! গ্রেফতার প্রেমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement