নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেনি ছেলে, দু'দিন পর গদাধরের জলে...! ভরদুপুরে এমন দৃশ্য দেখে নাওয়া খাওয়া ঘুচল পরিবারের

Last Updated:
Youth Dies Drowning in River: টানা বৃষ্টিতে বেড়েছে গদাধর নদীর জল। সেই জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারে।
1/5
আলিপুরদুয়ার,অনন‍্যা দে:নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারে। টানা বৃষ্টিতে বেড়েছে গদাধর নদীর জল।
আলিপুরদুয়ার,অনন‍্যা দে: নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারে। টানা বৃষ্টিতে বেড়েছে গদাধর নদীর জল।
advertisement
2/5
জানা যায় মৃত কিশোরের নাম রাজদীপ দেবনাথ। এদিন দুপুরে এলাকাবাসীরা পশ্চিম বড় চৌকির গোলাবাড়ি এলাকায় নদীর জলে মৃত কিশোরের দেহ ভাসতে দেখেন। তারপরে খবর দেওয়া হয় পুলিশে।
জানা যায়, মৃত কিশোরের নাম রাজদীপ দেবনাথ। সোমবার দুপুরে এলাকাবাসীরা পশ্চিম বড় চৌকির গোলাবাড়ি এলাকায় নদীর জলে মৃত কিশোরের দেহ ভাসতে দেখেন। তারপরে খবর দেওয়া হয় পুলিশে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
3/5
মৃত রাজদীপের বয়স ১৩ বছর। সে এলাকার বাসিন্দা নিত্যানন্দ দেবনাথের একমাত্র ছেলে ছিল। শনিবার দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
মৃত রাজদীপের বয়স মাত্র ১৩ বছর। সে এলাকার বাসিন্দা নিত্যানন্দ দেবনাথের একমাত্র ছেলে ছিল। শনিবার দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
4/5
সে শনিবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল গদাধর নদীতে স্নান করতে যাচ্ছে। ছেলেকে না পেয়ে থানার দারস্ত হয় তার বাবা।
সে শনিবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল গদাধর নদীতে স্নান করতে যাচ্ছে। ছেলেকে না পেয়ে থানার দারস্থ হয় তার বাবা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
5/5
এরপর গদাধর নদীতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। স্পিড বোট চালানো হয়। তারপরেই এলাকা থেকে একটু দূরে ওই নদীতেই তার দেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুতে শোকে পাথর সকলে।
এরপর গদাধর নদীতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। স্পিড বোট চালানো হয়। তারপরেই এলাকা থেকে একটু দূরে ওই নদীতেই তার দেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুতে শোকে পাথর সকলে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
advertisement