বাড়িতে রয়েছে স্বামী এবং ছোট্ট দুই ফুটফুটে পুত্র সন্তান। মা’কে দীর্ঘক্ষণ চোখের সামনে না দেখতে পেয়ে কিছুক্ষণ পরপরই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুই খুদে। মা কখন ফিরবে তার আশায় করুণ চোখে চেয়ে রয়েছে বাচ্চাগুলি। নিরুপায় স্বামী আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ধূপগুড়ি থানায় দ্বারস্থ। খোঁজ নেওয়া হয়েছে গৃহবধূরবাপের বাড়িতেও।
আরও পড়ুন – Record Temperature: বেদম দৌড়চ্ছে তাপমাত্রা, এবার কি পানাগড় পঞ্চাশ! নতুন রেকর্ডের পথে তাপের খেলা
advertisement
কিন্তু, এখনও খুঁজে পাওয়া যায়নি গৃহবধূকে। ঘটনায় হতবাক এলাকার লোকজন। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা পরিবারের। কোনওরকমে স্ত্রী ও দুই বাচ্চাকে নিতে দিনযাপন করতেন ওই ব্যক্তি।
বিয়ের প্রায় ১১ বছর পর দুই ফুটফুটে বাচ্চা আর স্বামীকে রেখে এভাবে স্ত্রী উধাও হয়ে যাবে! এ কথা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। স্ত্রীর চলে যাওয়ায় একপ্রকার দিশেহারা অবস্থা তার। দুই বাচ্চাকে কীভাবে মায়ের স্নেহ দেবেন, কিভাবেই বা বাইরে কাজ করতে যাবেন তা ভেবেই হিমশিম খাচ্ছেন তিনি।
Surajit Dey