TRENDING:

Jalpaiguri News: বন বস্তিতে আবাস যোজনার দাবি, আজও হাতির ভয়ে রাত জাগে বাসিন্দারা

Last Updated:

Jalpaiguri News: এ বছরের মত মা উমা এসে ফিরেও গেলেন ঘরে, এবারেও মিটল না হাতির ভয়ে রাতের পর রাত জেগে থাকা জলপাইগুড়ি শহরের পানঝোরা বনবস্তিবাসীর পাকা ঘরের দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: এ বছরের মত মা উমা এসে ফিরেও গেলেন ঘরে, এবারেও মিটল না হাতির ভয়ে রাতের পর রাত জেগে থাকা জলপাইগুড়ি শহরের ভেতরে স্থিত পানঝোরা বন বস্তিবাসীর পাকা ঘরের দাবি। এভাবেই পেরোয় বছর, অবহেলিত ভাবেই পড়ে থাকেন এঁরা। রাতের পর রাত কাটে না ঘুমিয়ে। এই কখন হয় হাতির আক্রমণ, মনে চলতেই থাকে এক আতঙ্ক। গভীর জঙ্গল ঘেঁষা বন বস্তিতে এক সময় ছিল গীতাঞ্জলি প্রকল্প কিন্তু এখন সেখানে নেই সরকারি আবাস যোজনা। সুযোগ পেয়ে ভুল বুঝিয়ে বস্তিতে ফাঁদ পেতে টাকা হাতিয়ে গায়েব প্রতারকের দল।
advertisement

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের অধীন পানঝোরা বন বস্তিতে বাস প্রায় একশোটি পরিবারের রয়েছে বন বিভাগের ইকো ডেভলপমেন্ট কমিটি। এক সময় গরুমারা বন্য প্রাণী বিভাগের পক্ষ থেকে গীতাঞ্জলি আবাস যোজনায় বন বস্তিবাসীদের মূলত জঙ্গলী হাতির আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে উচুঁ দোতলা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, সেটি ২০১৩ থেকে ১৪ সাল। এরপর বন্ধ পাকা ঘর নির্মাণ।

advertisement

আরও পড়ুন: চেক লেখার করার সময় ‘এই’ কাজটি ভুলেও করবেন না! মুহূর্তে হয়ে যেতে পারেন কপর্দকশূন্য…

ইডিসি কমিটির সম্পাদক অমৃত ছেত্রী এ বিষয়ে জানান, “আরও বহু মানুষের পাকা ঘর প্রয়োজন। কাঠের দুর্বল ঘরে হাতির ভয়ে আজও মানুষ জেগে থাকে রাতে”। অপরদিকে, বনবস্তি পবিত্রা ছেত্রী জানান, “সেই কবে গীতাঞ্জলি আবাস দিয়েছিল তারপর বন্ধ। ঘর দেওয়ার নামে কিছু যুবক আমাদের থেকে টাকা ও নিয়ে গিয়েছে কিন্তু ঘর পায়নি কেউ।” দ্রুত এই সমস্যার সমাধান চান তাঁরা। প্রশাসনের কাছে একটাই দাবি, একটা পাকা ঘর। কিন্তু কবে হয় এই সমাধান? নেই কোনও সদুত্তর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বন বস্তিতে আবাস যোজনার দাবি, আজও হাতির ভয়ে রাত জাগে বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল