TRENDING:

Elephant Attack: বয়সের ভারে ছুটতে পারলেন না, এসে পিষে দিয়ে গেল হাতি! গরু চরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

Last Updated:

Jalpaiguri Elephant Attack: ডুয়ার্সে ফের মানুষ-হাতি সংঘাতে প্রাণহানি। গরু চরাতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সে ফের মানুষ-হাতি সংঘাতে প্রাণহানি। গরু চরাতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অমর বাহাদুর ছেত্রি (৭০)। বাড়ি নাগরাকাটা ব্লকের ২ নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েতের পশ্চিম খয়েরকাটায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমেছে শোক ও আতঙ্কের ছায়া।
ঘটনাস্থলে ভিড়
ঘটনাস্থলে ভিড়
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অমর বাহাদুর ছেত্রি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নাথুয়া জঙ্গলে গরু চরাতে যান। তখন হঠাৎই একটি বুনো হাতির দল তাদের সামনে এসে পড়ে। অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও বয়সজনিত কারণে পালাতে পারেননি অমর বাহাদুর। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরতেই সঙ্গীরা বিষয়টি তাঁর পরিবারকে জানান।

আরও পড়ুন : এবার শীতের ফ্যাশনে থাক কোরিয়ার পোষাক, লোকে তাকিয়ে দেখবে! ১০০ টাকাতেই বাজিমাত

advertisement

রাতেই বন দফতরের নাথুয়া রেঞ্জের কর্মীরা তল্লাশি শুরু করেন। তবে অন্ধকারে তল্লাশিতে অগ্রগতি হয়নি। সোমবার সকালে নাথুয়া বিটের সাউথ ডায়না ব্লকের ঘন জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। গ্রামবাসীদের দাবি, গত কয়েক মাসে ওই এলাকায় হাতির আনাগোনা বেড়েছে। ফলে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র আশঙ্কা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

তবুও জীবিকা নির্বাহের তাগিদে বহু মানুষকে বাধ্য হয়ে জঙ্গলে ঢুকতে হয়। বনদফতর জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হবে। ক্ষতিপূরণের জন্য ময়নাতদন্তের রিপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড এবং পঞ্চায়েত সার্টিফিকেট জমা দিতে হবে পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: বয়সের ভারে ছুটতে পারলেন না, এসে পিষে দিয়ে গেল হাতি! গরু চরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল