TRENDING:

Jalpaiguri News: বিষাক্ত মাছ ঘুরছে উত্তরবঙ্গের বাজারে! বেশি লাভের আশায় সর্বনাশ করছে জেলেরা! ধরা পড়লে কঠিন শাস্তি

Last Updated:

Jalpaiguri News: অসাধু কিছু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরছে দ্রুত লাভের আশায়। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে নদীয়ালি মাছের প্রজাতিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: অসাধু পদ্ধতি অবলম্বন করে নদী থেকে মাছ ধরার হিড়িক। তাতে নষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র। পাশাপাশি এই ধরনের মাছ খেলে, তা শরীরের জন্যও বিশেভাবে ক্ষতিকর। তাই এবার অসাধু পন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে শক্ত হল প্রশাসন। এবার থেকে এই ধরণের পন্থা নিলে, সেই অসাধু জেলের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা এবং জরিমানা পর্যন্ত হতে পারে।
advertisement

ডুয়ার্সের নদীগুলিতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মাছের মরক। ঘটনায় ‌রীতিমতো উদ্বেগে প্রশাসন এবং পরিবেশপ্রেমীরা। কখনও তিস্তা, আবার কখনও রাঙাতি নদী সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে সম্প্রতি ঘন ঘন ভেসে উঠছে অসংখ্য মৃত মাছ। কোথাও নদীর বুক জুড়ে মৃত মাছের স্তূপ, আবার কোথাও সেই মাছ তুলতে নেমে পড়ছেন কিছু মানুষ। অনেকেই আশঙ্কা করছেন, চোরা মৎস্য শিকারিদের নজরে পড়েছে ডুয়ার্সের এই সমস্ত নদী।

advertisement

আরও পড়ুন: দুষ্কৃতী তাণ্ডব, মাঠেই পুড়ে ছাই হয়ে গেল কয়েক কুইন্টাল ধান! সারা বছরের সম্বল হারিয়ে দিশেহারা চাষি

যার ফলে ক্ষতির মুখে জলজ বাস্তুতন্ত্র। ঘন ঘন এই ঘটনার কারণ নিয়ে উঠছে প্রশ্ন। মৎস্য দফতরের অভিযোগ, নদীর জল কমতেই অসাধু কিছু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরছে দ্রুত লাভের আশায়। এতে শুধু নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে না, ধ্বংস হচ্ছে নদীয়ালি মাছের প্রজাতিও। নদীর জলজ উদ্ভিদ ও ক্ষুদ্র প্রাণীকূলও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। মৎস দফতর জানাচ্ছে, বিষাক্ত মাছ বাজারে বিক্রি হলে এবং মানুষ তা খেলে শরীরে গুরুতর ক্ষতি হতে পারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ময়দানে জেলাশাসক! শিল্প টানতে জমি নিয়ে নয়া নীতি, মিলবে বড় ছাড়
আরও দেখুন

এই মাছ খেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিও রয়েছে। কারণ এসব মাছের শরীরে বিষের পরিমাণ বিপজ্জনক মাত্রায় থাকে। মৎস্য দফতর ইতিমধ্যেই বিভিন্ন নদীতে নজরদারি বাড়িয়েছে। যারা বিষ প্রয়োগ করে মাছ ধরে, ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরিমানা ও শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয়েছে।পরিবেশপ্রেমীদের আর্জি, প্রকৃতির ক্ষতি করে লাভের আশায় বিষ প্রয়োগের এই প্রবণতা বন্ধ হোক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিষাক্ত মাছ ঘুরছে উত্তরবঙ্গের বাজারে! বেশি লাভের আশায় সর্বনাশ করছে জেলেরা! ধরা পড়লে কঠিন শাস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল