ডুয়ার্স ভ্রমণে আসা পর্যটকদের কাছে গরুমারা জঙ্গল বরাবরই অন্যতম প্রিয় স্থান। তবে এবার সেই অভিজ্ঞতায় যোগ হয়েছে নতুন মাত্রা। রামসাই মেদলা টাওয়ারে উঠে চোখ মেললেই ধরা দিচ্ছে বিস্তীর্ণ সবুজ অরণ্য, শান্তভাবে বয়ে চলা জলঢাকা নদী, আর প্রকৃতির কোলে বিচরণ করা নানা বন্যপ্রাণ। প্রকৃতি যেন এখানে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। পর্যটকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জলঢাকা নদীর প্রাকৃতিক দৃশ্য।
advertisement
নদীর স্বচ্ছ জলে প্রতিবিম্ব ফেলছে আকাশ আর গাছপালা। মাঝেমধ্যেই চোখে পড়ছে ঐতিহ্যবাহী মোষের গাড়িতে যাতায়াতের দৃশ্য, যা গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত ছবি তুলে ধরে। সবচেয়ে বড় চমক অবশ্যই হাতিদের স্নানের দৃশ্য। নদীর জল পরিষ্কার থাকলেই একের পর এক হাতিকে নামানো হচ্ছে জলঢাকায়। সেই অপরূপ মুহূর্ত—হাতিদের জলকেলি, ছিটকে ওঠা জলের ফোঁটা—সবই মেদলা টাওয়ার থেকেই উপভোগ করছেন পর্যটকেরা।
পাশাপাশি মাঝে মাঝে দেখা মিলছে হরিণ, বুনো শূকর কিংবা নানা প্রজাতির পাখির।বনদফতরের মতে, গরুমারা জঙ্গল ঘুরতে এলে রামসাই ভ্রমণ এখন অবশ্যই তালিকায় রাখা উচিত। নদী, অরণ্য, বন্যপ্রাণ আর হাতির স্নান—সব মিলিয়ে রামসাই ধীরে ধীরে গরুমারা পর্যটনের এক বিশেষ আকর্ষণকেন্দ্রে পরিণত হচ্ছে। প্রকৃতির এই অনন্য অভিজ্ঞতা ডুয়ার্স ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।





