ক্লাবের পাশের মাঠে অস্থায়ী দোকান করে প্রতিবছর ব্যবসা করেন তারা। এদিন ভোরে এক যুবক সেই অস্থায়ী দোকানের পেছনের পলিথিনের অস্থায়ী দেওয়াল খুলে ভেতরে প্রবেশ করে ওই যুবক। দোকানের ভেতরে সে কম্বল টেনে নামাচ্ছিলবলে জানা যায়।
আরও পড়ুন: রেল স্টেশনে আদৌ ঠিক খাবার দিচ্ছে তো! চলছে অডিট, পুরস্কার পেল চমকে দেওয়া এক স্টেশন
advertisement
দোকানের ভেতরে থাকা দুজন তাকে হাতেনাতে ধরে ফেলে ক্লাব কক্ষে নিয়ে আসে। সেখানেই তাকে আটক করে ক্লাবের সদস্য এবং ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। ধৃত যুবক জানায় সে ময়নাগুড়ির বাসিন্দা,পেশায় স্কুলের শিক্ষক। ভোরবেলা সে কম্বল কিনতে এসেছিল। দোকান বন্ধ থাকায় পেছন দিয়ে ঢোকার চেষ্টা করে।
আরও পড়ুন: ব্রাজিলকে সাসপেন্ড করবে ফিফা? খেলা হবে না ২০২৬ বিশ্বকাপ! মাথায় হাত ভক্তদের
যদিও তার এই যুক্তি মানতে চাননি স্থানীয়রা। তাদের মতে ময়নাগুড়ি থেকে ধূপগুড়িতে এত ভোরে কেউ কখনো কম্বল কিনতে আসতে পারে না। শেষমেষ ধূপগুড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ সেই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।
—- সুরজিৎ দে