এবছর ৭৬ বছরে পা দিল ঐতিহ্যবাহী দুর্গোৎসব। রথযাত্রার পবিত্র দিন, আর সেই উপলক্ষে শহরের বহু পুজো কমিটির মতই আজ খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল জলপাইগুড়ি মহুরীপাড়ার দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী পুজো — মহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার ৭৬ বছরে পা দিল। শহরের অন্যতম বিগ বাজেট পুজোও বটে! এবছর বাজেট রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। প্রত্যেক বছর পুজোকে ঘিরে নিত্যনতুন চমক থাকে দর্শনার্থীদের জন্য। আজ সকাল থেকেই খুঁটি পুজোর প্রস্তুতিতে মেতে উঠেছিলেন এলাকাবাসী ও পুজো কমিটির সদস্যরা। ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর প্রার্থনার সুরে মহুরীপাড়ায় ছড়িয়ে পড়ে পূজার আগমনী বার্তা।
advertisement
আরও পড়ুন: গাড়ির সজোরে ধাক্কা টোটোয়! নয়ানজুলিতে যাত্রীরা! রথযাত্রায় বড় বিপদ জলপাইগুড়িতে
এবারের পুজোয় রয়েছে এক বিশেষ বার্তা। থিম — কুটির শিল্প যে আমাদের ঐতিহ্য, গর্ব- মূলত সেই বার্তাই দেবে এই পুজো থিম। হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে, সমাজে তার গুরুত্ব তুলে ধরতেই এবারের প্যান্ডেলে থাকবে শিল্প ও ইতিহাসের মেলবন্ধন। মৃৎশিল্পীদের সূক্ষ্ম নিপুণ কাজ নজর কাড়বে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কমিটির এক সদস্য জানান, “প্রতিবছর আমরা কিছু নতুন বার্তা দিতে চাই দর্শনার্থীদের। এই বছর কুটির শিল্পকে ঘিরেই ভাবনা। ছোট শিল্প, হস্তশিল্প — এগুলোই আমাদের শিকড়। সেগুলোকেই তুলে ধরাই আমাদের লক্ষ্য।” জলপাইগুড়ি শহরের মানুষ এই পুজোকে ঘিরে প্রতিবছরই রাখেন আলাদা কৌতূহল। নতুন থিম, সুন্দর কারুকাজ, আর সামাজিক বার্তা—সব মিলিয়ে মোহরিপাড়ার পুজো হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ। পুজোর আর মাত্র কিছুদিন বাকি। তবে আজকের খুঁটিপুজো যেন শুরু করে দিল নতুন আশার সূচনা। ঐতিহ্য আর ভাবনার মিশেলে এবারও চমক দিতেই প্রস্তুত মহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি!
সুরজিৎ দে